২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আন্দোলনে শহীদদের নামে প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

-

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের নামে দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। যাতে পরবর্তী প্রজন্ম কখনো দেশের জন্য আত্মোৎসর্গকারী এসব শহীদকে ভুলে না যায়। এতে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গন আরো সমৃদ্ধ হয়ে উঠবে।
শনিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শনের আগে পারুলিয়া সাগর শাহ (এসএস) মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সাতক্ষীরার কৃতী সন্তান নর্দান বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী শহীদ আসিফ হাসানের নামেই দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামটির নামকরণ করা হবে। যেন সাতক্ষীরার মানুষের মাঝে শহীদ আসিফ হাসানের নামটি সারা জীবন উজ্জ্বল হয়ে থাকে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিব আবুল হাসান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবিদ হাসান তানভীর প্রমুখ বক্তব্য রাখেন।
সংবর্ধনা শেষে প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শন ও উপজেলার আষ্কারপুরে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে দেবহাটা উপজেলার জেলেয়াপাড়া ও গাজীরহাট পূজামণ্ডপসহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলার উদ্দেশে রওনা দেন তিনি।
দুই দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা পৌঁছান আসিফ মাহমুদ। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 


আরো সংবাদ



premium cement