২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
মন্দিরে ছিনতাইয়ের ঘটনায় মামলা

ভুক্তভোগী সেই নারীকে খুঁজে পাচ্ছে না পুলিশ

-

পুরান ঢাকার গত শুক্রবার তাঁতীবাজারে একটি মন্দিরে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। গতকাল কোতোয়ালি থানার এসআই মো: রুশদ হাসান মামলাটি করেন। মামলায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলো- আকাশ (২৩), মো: জীবন (১৯) ও মো: হৃদয় (২৩)। এ দিকে ছিনতাইকারীদের হামলার শিকার অজ্ঞাত সেই ভুক্তভোগী নারীকে খুঁজে পায়নি পুলিশ। তাকে পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে মনে করে পুলিশ। গত শুক্রবার রাতের ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল তাদের হাসপাতালে দেখতে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হাসান জানান, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে অনেকে বিষিয়টিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, এ ঘটনায় ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত শুক্রবার ছিনতাইকারীদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি গোল্ডেন কালারের ইমিটেশন চেইন জব্দ করা হয়। ছিনতাইকারীরা ১৭ নম্বর তাঁতীবাজার পূজা কমিটির সামনে পাকা রাস্তার উপর একজন অজ্ঞাত মহিলার গলার স্বর্ণের সদৃশ্য চেইন ছিনতাই করে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে রাত ৬টা ৫৫ মিনিটের মন্দিরের সামনে গেলে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় পূজা কমিটির লোকজনসহ পুলিশের সহায়তায় তিনজনকে গ্রেফতার করা হয়। তবে ভুক্তভোগী নারীকে খুঁজে পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় আরো উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতরা পথচারীদের কাছে থাকা টাকা পয়সাসহ মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে মন্দিরের সামনে ধারালো সুইচ গিয়ার চাকু প্রদর্শন করে। তারা ছিনতাইয়ের কথা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


আরো সংবাদ



premium cement