২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাভারে বিশ্ব ডিম দিবস পালন

-

সাভারে বাংলাদেশ প্রাণিসম্পাদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রণালয়ের পোলট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের পোলট্রি রিসার্চ সেন্টারের উদ্যোগে গতকাল শুক্রবার দিনব্যাপী র‌্যালি, সেমিনার, আলোচনা সভা মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ডিম বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিনের শুরুতে পোলট্রি রিসার্চ সেন্টার থেকে র‌্যালি শুরু হয়ে বিএলআরআই মূল ভবন গিয়ে শেষ হয়। পরে বিএলআরআই কনফারেন্স হলে বেলা ১১টায় মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএসও ও দফতর প্রধান (রু:দা:) পোলট্রি রিসার্চ সেন্টার এবং প্রকল্প পরিচালক ড. মো: সাজেদুল করিম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- প্রাণিসম্পাদ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব আমেনা বেগম ও বিসিএস লাইভস্টক অ্যাকাডেমি সাভারের পরিচালক মো: শাহজামান খান। মূল প্রবন্ধের উপর আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাণিসম্পাদ গবেষণা ইনস্টিটিউট পোলট্রি বিশেষজ্ঞ ও সাবেক মহাপরিচালক ড. কাজী মো: এমদাদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিএলআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক, গবেষণা (রু:দা:) ড. নাসরিন সুলতানা। অনুষ্ঠানটি পিআরসি,বিএলআরআই সাভারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকতা ড. শাকিলা ফারুকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারের আলোচনা সভা শেষ হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement