২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বয়স জালিয়াতি করা তাকবীর চমেক ব্লাড ব্যাংকে ১৩ বছর!

-

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তাকবীর হোসেন। প্রকৃত নাম তাকবীর হলেও নানা তদবিরে পারদর্শী এ কর্মচারীর নিয়োগ বাগিয়ে নিয়েছেন বয়স জালিয়াতি করে। চাকরির আবেদনে বয়সমীমার ১০ মাস ১৭ দিন বেশি থাকার পরও পেয়েছেন নিয়োগ। ২০১১ সালে চাকরি পাওয়া তাকবীর হোসেন তার বড়ভাই আওয়ামী লীগপন্থী বিএমএ নেতার দাপটে এত দিন স্বপদে বহাল তবিয়তে।
অভিযোগ উঠেছে, তাকবীর হোসেনের জন্ম তারিখ ১৯৮০ সালের ১ অক্টোবর। চমেক হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী বয়সসীমা প্রার্থীর ৩০ বছরের মধ্যে থাকতে হবে। অথচ ২০১১ সালের ১৮ আগস্ট চাকরির আবেদনের সময়সামীর মধ্যে তার বয়স ছিল ৩০ বছর ১০ মাস ১৭ দিন; অর্থাৎ চাকরির আবেদনের তারিখ পর্যন্ত তার বয়স ১০ মাস ১৭ দিন বেশি ছিল।
জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তির ৯ নম্বর শর্ত অনুযায়ী সরকারি চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য উল্লেখ ছিল। সে সময় তাকবীর হোসেন বেসরকারি প্রজেক্ট ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের অধীন চমেক হাসপাতাল শাখায় কর্মরত ছিলেন।
অভিযোগ রয়েছে, চাকরি নিতে হাসপাতালের পরিচালক কার্যালয়ের কাগজপত্র জালিয়াতি করা হয়েছে। পরিচালকের লেটার প্যাড ব্যবহার করে তাকবীর হোসেনের বয়সসীমা শিথিল করার প্রত্যয়নপত্র প্রদান করেন তার আপন ভাই ডা: মোহাম্মদ আবুল হোসেন। বিভাগীয় প্রার্থী হিসেবে জমা দেয়া প্রত্যয়নপত্রে পরিচালকের কোনো স্বাক্ষরও ছিল না। স্মারক নম্বরটা তাকবীরের নিজের হাতের লেখা।
অভিযোগ রয়েছে ব্লাড ব্যাংক থেকে বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত পাচার করেন তাকবীর। এ ঘটনা দুনীতি দমন কমিশনে (দুদক) তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করে সতর্ক করে দেয়া হয়েছে।
এ দিকে ২০২২ সালে তাকবীর হোসেনকে নানা অভিযোগের ভিত্তিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছিল। সে সময় দীর্ঘ পাঁচ মাস ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে তিনি আগের কর্মস্থলে থেকে যান। অভিযোগ উঠেছে, তার অফিসের এক নারী সিনিয়র অফিসারের আশীর্বাদে তাকবীর হোসেন বেপরোয়া হয়ে উঠেছেন। ওই কর্মকর্তাই তার বদলি আদেশ ঠেকান। এ ছাড়া আওয়ামী লীগ নেতা বড় ভাইয়ের ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম হোসেন বলেন, বয়স জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ছাড় নেই।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল