২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমাকে মোয়া বানানো হচ্ছে : ডিবি হারুন

-

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হারুন অর রশীদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এতে তার অবস্থান নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আঙ্গিকে ব্যাপক আলোচনা চলছে। এসব বিষয় নিয়ে এত দিন চুপ ছিলেন হারুন। তিনি দেশে আছেন না বিদেশে পালিয়ে গেছেন সে নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এমন প্রেক্ষাপটে তিনি অনলাইন এক টিভিতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, যেখানেই থাকেন তিনি নিরাপদে আছেন। তবে তিনি তার অবস্থান বলতে চাননি।
গত বুধবার নাগরিক টিভি নামের ওই অনলাইন প্লাটফর্মে দেয়া তার সাক্ষাৎকার ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়েছে। সেখানে হারুন অর রশীদ বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পরও আমি কাজে যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ কমিশনার বললেন, ‘এখন আইসেন না, যেখানে আছেন সেখানে সেইফ থাকেন, আমি বললে আইসেন’। ‘আমাকে নিয়ে মিডিয়াতে প্রতিদিন একেক রকম খবর আছে। কাল দেখলাম এক অনলাইনে আসছে, আমি আর আমার বউ নাকি আছি ভাটিরচর। আরেকটিতে দেখলাম আমি দেশে নেই। আবার এক জায়গায় দেখলাম, আমি আছি কারো হেফাজতে। আবার আরেকটায় বলেছে, আমি অন্য জায়গায় চলে গেছি। গতকাল আবার দেখলাম র‌্যাব বলেছে, আমি নাকি তাদের হেফাজতে আছি। একেকজন একেক ধরনের কথা বলছে। আমাকে হাতের মোয়া বানানো হচ্ছে। আমি আসলে কারো সাথে কথা বলি না। আমি বলছি, আমি আছি, আমি সেইফ আছি।’
হারুন অর রশীদের কাছে জানতে চাওয়া হয়, তিনি কোথায় আছেন সেটা কি বলতে চাচ্ছেন না? জবাবে তিনি বলেন, ‘আসলে আপনি জানেন যে, কোথাও যেতে গেলে তো লিগ্যালি এই সময় কোথাও যাওয়া সম্ভব নয়। লিগ্যালি আমার যাওয়া কি সম্ভব?’
কর্মস্থলে কেন যোগ দেননি- এ বিষয়ে হারুন বলেন, ‘যখন বিভিন্ন ধরনের কথা ছড়ানো হলো যে, একে মেরে ফেলেছে, ওকে মেরে ফেলেছে। তখন আমি কোনো মন্তব্য করিনি। যখন সরকার থেকে বলা হলো যোগদান করার জন্য তখন আমি রিং দেই (ফোন করি)। তখন আমি যোগদান করার জন্য যাই। আমার... বলি, তুমি আমার যোগদানের পত্র লেখ আমি আসতেছি। এটা ৭ অথবা ৮ (আগস্ট) তারিখ হবে। আমি যাব রওনা দিয়েছি। কমিশনারের খোঁজ নিলাম, তিনি অফিসে নেই। তখন আমি তাকে রিং দিলাম। আমি বললাম, ‘স্যার আমি তো আসতেছি, আমি যোগ দেবো।’ তখন তিনি বললেন, ‘এখন আইসেন না। যেখানে আছেন সেখানে সেইফ থাকেন। আমি বললে আইসেন’।
ডিবির এই কর্মকর্তা আরো বলেন, ‘আমি তো বলি নাই যোগদান করার জন্য আমি যাই নাই। আমি তো যোগদান করার জন্য গেছি। কমিশনার সাহেব তো আছেন, তিনি ভালো মানুষ, তাকে জিজ্ঞাসা করেন। উনাকে আমি রিং দিয়েছি কি না। আমি জয়েন করতে চেয়েছি কি না। তার দুই দিন পর দেখেছি, আমার নামে মামলা হয়ে গেল মোহাম্মদপুর থানায়। কী মামলা! হুকুমের মামলা। সেই মামলায় প্রধানমন্ত্রী (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) স্বরাষ্ট্রমন্ত্রী, ওবায়দুল কাদের, আইজিপি, কমিশনার এরপর আমি। সে সময় আমি অবাক হয়ে গেলাম। আমি ডিবিতে কাজ করি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের নির্দেশ দেন। তার পর আমরা কাজ করি।’
তিনি বলেন, ‘এরপর এক উপদেষ্টা বলল, যারা এখনো জয়েন করেনি তাদের ধরে নিয়ে আসেন। আমি আরো অবাক হলাম, যদি চাকরিতে জয়েন না করি, তাহলে আমাকে আপনি প্রসিডিং করবেন। এখন যদি আমাকে ধরে নিয়ে আসেন, তাহলে আমাকে জোর করে চাকরি করাবেন? এগুলো শোনার পর আমার মনে হলো, আসলে আমার জন্য রিস্ক। আমি সেইফ না, আমার লাইফটা ঝুঁকির মধ্যে। আগে তো মানুষকে বাঁচতে হবে। এখন মানুষকে ধরে যেভাবে মারা হচ্ছে, ডিম মারা হচ্ছে। এতে আমি মনে করলাম, আমাকে তো বাঁচতে হবে। তাই আমি ইচ্ছাকৃতভাবে একটু চুপ আছি।’


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল