২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
তিন ঘণ্টা যানচলাচল বন্ধ

বেতনের দাবিতে রাজধানীতে শ্রমিকদের বিক্ষোভ

-

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধের পর বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষোভ চলাকালে ঢাকা-ময়মনসিংহ ও বাড্ডা-রামপুরা সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল বেলা পৌনে ১টার দিকে কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেন। অবরোধ চলে বেলা ৩টা পর্যন্ত। জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে ইউরোজোন গার্মেন্টস ও ফেরদৌস গার্মেন্টসের কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেন।
এদিকে সড়ক অবরোধের কারণে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলা পরিবহনের যাত্রীরা। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যে রওনা হন। আবার কেউ হেঁটেই যান গন্তব্যে।
ভুক্তভোগী হুমায়রা সাহারা জানান, তিনি মামাকে নিয়ে বরিশালের মুলাদী থেকে বিমানবন্দর যাওয়ার উদ্দেশে রওনা হন। দুপুরে রামপুরায় গিয়ে আটকে থাকেন। উপায় না পেয়ে মামা হাসান বিকল্প পথ দিয়ে একটি মোটরসাইকেলে করে বিমান বন্ধরে যান। তিনি ওমানের উদ্দেশে যাত্রা শুরু করেন। কোনো রকম বিমানের সিডিউল ধরেন। তিনি এবং পরিবারের সদস্যরা বিমানবন্দরে পৌঁছান সন্ধ্যায়। সাহারার মতো এমন অনেক যাত্রী ভোগান্তিতে পড়েন। এ থেকে বাদ পরেননি অ্যাম্বুলেন্সে থাকা রোগীরাও।
প্রায় তিন ঘণ্টার রাস্তা অবরোধের পর পোশাক কারখানার শ্রমিকরা কর্মসূচি শেষ করে বেলা ৩টায়। পরে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে বাড্ডা থেকে কুড়িল পর্যন্ত সড়কের যান চলাচল।
গুলশানের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের কারণে সন্ধ্যা পর্যন্ত সড়কে ধীর গতিতে যান চলাচল শুরু হয়েছে।
অন্যদিকে ভাটারা থানার এএসআই মো: ফয়সাল বলেন, বেলা পৌনে ১টার দিকে বকেয়া বেতনের দাবিতে ইউরোজোন গার্মেন্টস ও ফেরদৌস গার্মেন্টসের কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেন। তারা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে স্লোগান দেন। প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ শেষে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেন।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল