২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল তরুণীর

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
প্রতিবাদে বিক্ষোভ-সড়ক অবরোধ -


রাজধানীর মিরপুর থেকে প্রতিদিনের মতো বাড্ডায় কর্মস্থলে যাচ্ছিলেন তাসনিম জাহান আইরিন (২৪) ও তার বড় বোন নুসরাত জাহান জেরিন (২৮)। গতকাল সকাল সোয়া ৯টার দিকে বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় আকাশ পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে আসতে থাকে। এ সময় বাস দুটি আইরিন ও নুসরাতের ওপর উঠে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা আইরিনকে মৃত ঘোষণা করেন, নুসরাতের চিকিৎসা চলছে।
জানা গেছে, আইরিন বাড্ডা এলাকায় নেক্সট বেঞ্চার নামে তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।
তিনি সিলেট শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সম্প্রতি ঢাকায় এসে এই চাকরি নিয়েছিলেন। বড় বোন নুসরাত জাহান একই প্রতিষ্ঠানে চাকরি করেন।

ঘটনার খবর পেয়ে বাড্ডার ওই সড়কে বিক্ষোভের পর অবরোধ করে রাখেন শ্রমিক ও স্থানীয়রা। প্রায় ঘণ্টা খানেক পর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা বলেন, গতকাল সকাল সোয়া ৯টার দিকে দুই বোন মধ্য বাড্ডায় প্রগতি সরণি পার হচ্ছিলেন। এ সময়আকাশ পরিবহনের দুটি বাস একটির সঙ্গে আরেকটি প্রতিযোগিতা করছিল। একটি বাসের ধাক্কায় আইরিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দুটি বাস জব্দ এবং একটি বাসের চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, আইরিন বরগুনার পাথরঘাটা উপজেলার মানিকখালী গ্রামের এস এম সাইফুল আলমের মেয়ে। তারা মিরপুরের পল্লবীর পলাশ নগরে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

আইরিনের বাবা সাইফুল আলম বলেন, আমার তিন মেয়ে এক ছেলে। এর মধ্যে দুই মেয়ে চাকরি করত বাড্ডায়। তারা সকালে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছিল। পরে শুনতে পাই, তারা দু’জনেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সকালে বাড্ডায় প্রগতি সরণিতে আকাশ পরিবহনের বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। ঘটনার পরপরই বাসটি জব্দ ও এক চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের সহকর্মীরা। এতে বাড্ডা থেকে মালিবাগ উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরো ২ জন নিহত : খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাদল জানান, গত মঙ্গলবার রাতে খিলক্ষেত এলাকায় সায়েম ও তার দুই বন্ধু একটি বাইকে রূপগঞ্জ থেকে ঘুরতে খিলক্ষেত এলাকায় আসেন। তারা খিলক্ষেত এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের গতি বেশি থাকায় রাস্তায় থাকা মোখলেসুর মুকুল (৫৫) নামে এক ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সায়েম ও মোকলেসুর মুকুল নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা সায়েমের দুই বন্ধু আনতু ও হাসিব। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, নিহত সায়েমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর মোকলেসুরের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

শাবিপ্রবিতে বিক্ষোভ
সিলেট ব্যুরো জানায়, নিহত আইরিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন। স্কলারশিপ নিয়ে শিগগিরই তিনি বিদেশে পাড়ি জমাতে চেয়েছিলেন। তার মৃত্যুর খবরে বিক্ষোভ প্রতিবাদে সোচ্চার হয়েছেন শোকাহত শাবিপ্রবির শিক্ষার্থীরা। তারা এ ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল