২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুর্গাপূজায় গুজবকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে : র‌্যাব ডিজি

-

দুর্গাপূজা উপলক্ষে নাশকতার হুমকি না থাকলেও গুজবকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে র‌্যাব। দুষ্কৃতিকারীদের গুজব আইনশৃঙ্খলা রক্ষায় বিঘ্ন ঘটাতে পারে বলে উল্লেখ করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। এ জন্য গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর বনানী পূজামণ্ডপে নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‌্যাব প্রধান বলেন, পূজা উপলক্ষে বেশ কিছু চ্যালেঞ্জ থাকে। এর মধ্যে গুজব একটি চ্যালেঞ্জ। গুজবের মাধ্যমে দুষ্কৃতিচক্র আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। আমরা সবাই গুজবের ব্যাপারে সজাগ থাকব। গুজবের বিষয়ে র‌্যাবের কঠোর অবস্থান থাকবে। র‌্যাবের সাইবার ইউনিট সার্বক্ষণিক সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করছে; যাতে কোনো গুজব দুর্গাপূজার আয়োজন বিঘ্ন ঘটাতে না পারে। এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন রয়েছি।
তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর থেকেই র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এবার পুলিশ, বিজিবি, আনসার ও কোস্টগার্ড ছাড়াও বিশেষভাবে সশস্ত্রবাহিনী মোতায়েন থাকবে। আমরা আশা করি নির্বিঘ্নে, সুন্দরভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই পূজা উদযাপন সম্পন্ন করতে সক্ষম হবো। তার আশা অন্যবারের চেয়ে এবার সুন্দরভাবে পূজা উদযাপিত হবে।

পরিবর্তিত পরিস্থিতে নতুন সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে র‌্যাব ডিজি শহিদুর রহমান বলেন, সরকারের জন্য যেমন চ্যালেঞ্জ, আমাদের জন্যও চ্যালেঞ্জ। র‌্যাব সেই চ্যালেঞ্জ মাথা পেতে নিচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় দেশের ১৭ কোটি মানুষ আমাদের পাশে আছে। সম্মিলিত প্রচেষ্টায় একসাথে কাজ করার ক্ষেত্রে কোনো অসাধু চক্র, দুষ্কৃতিকারী কোনোভাবে সুযোগ পাবে না। তিনি বলেন, র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন ও র‌্যাব হেডকোয়ার‌্যারের কন্ট্রোল রুম থেকে দেশের বিভিন্ন পূজামণ্ডপ মনিটরিং করা হচ্ছে। এ ছাড়া র‌্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশ নেবে বলে জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল