সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০৯ অক্টোবর ২০২৪, ০১:৫৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক এমপি তানভীর ইমাম ও তার স্ত্রী মাহিন ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গত মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিলো আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদকের অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তানভীর ইমাম ও তার স্ত্রী মাহিন ইমাম যেকোনো সময় বিদেশ পালিয়ে যেতে পারেন। তারা দেশ ত্যাগ করলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে ও দীর্ঘায়িত হবে। এ কারণে তাদের বিদেশ যাত্রা রহিত করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত এই আদেশ দেন এবং আদেশের কপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।