ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবচেয়ে বেশি জুলুম করেছে আলেম-ওলামাদের ওপর : ড. শফিকুল ইসলাম মাসুদ
- ০৯ অক্টোবর ২০২৪, ০১:৫২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছরে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন ও হত্যা করেছে এ দেশের আলেম-ওলামাদের। আওয়ামী লীগ ইসলাম ধর্ম বিশ্বাস করে না, ইসলাম মানে না। সে জন্যই তারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন সহ্য করতে পারে না। এমনকি দ্বীনের দাওয়াত কুরআনের তাফসির মাহফিলও তারা গত ১৫ বছর করতে দেয়নি, সব খানেই বাধা দিয়েছে। অনেক মাহফিলের মঞ্চ থেকে আলেমদের পুলিশ দিয়ে আটক করে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে। সোমবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে অনুষ্ঠিত সিরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাউফল রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার উদ্যোগে অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেম মাওলানা তারেক মনোয়ার।
ড. মাসুদ আরো বলেন, মহানবী সা:এর সিরাত সমাজে প্রতিষ্ঠিত না হলে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। ওলামা-মাশায়েখগণ নবীর সিরাত সমাজে প্রতিষ্ঠা করতে চাওয়ায় আওয়ামী লীগ আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে। আলেমদের রক্তের ঋণ পরিশোধ হবে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে। সে লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। বাংলার জমিনে দ্বীন কায়েম হবেই, হবে। সিরাতুন্নবী সা: মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা তারেক মনোয়ার।
এর আগে বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেম মাওলানা তারেক মনোয়ার। তিনি উপস্থিত ওলামা-মাশায়েকদের উদ্দেশে বলেন, বাংলার জমিনে দ্বীন কায়েম করতে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ করতে হবে। তবেই ইসলাম প্রতিষ্ঠিত হবে। সুন্দর সমাজ গঠন করা যাবে। অনুষ্ঠিত ওলামা সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখগণ অংশগ্রহণ করেন।
ওলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা আবুল বাসার হেলালীসহ বিশিষ্ট আলেমগণ। বিজ্ঞপ্তি।