প্রবীণদের পরিচর্যা বিষয়ে রিক ও এফআরইবির আলোচনা সভা
- ০৮ অক্টোবর ২০২৪, ০১:১১
আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উপলক্ষে ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এন্ডারলি, বাংলাদেশ (এফআরইবি) এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণদের জন্য পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’। সোমবার বেলা ১১টায় রিকের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, এফএনবির সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট বিজ্ঞান লেখক ড. মুহাম্মাদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত সরকারী কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মো: শহীদ খান। সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল। এছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।