২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা ভাঙচুরের অভিযোগ

-

শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানায় বহিরাগতদের হামলা ও এক শ্রমিককে মারধরের ঘটনায় কারখানাটিতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে। এ ঘটনায় কারখানটির এক স্টাফকেও মারধর করা হয়েছে বলে জানা গেছে।
রোববার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আল-মুসলিম অ্যাপারেলস গামের্ন্টেসে এ হামলা ও ভাঙচুরেরে ঘটনা ঘটে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আল-মুসলিম অ্যাপারেলস পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। পরে কারখানার ভেতরে বহিরগতরা প্রবেশ করে এক শ্রমিককে মারধর করেছে বলে অন্য শ্রমিকরা জানতে পারেন। এ ঘটনার বিচারদাবিতে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার এক স্টাফকে মারধর ও ভাঙচুর করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সকালে কয়েকটি দাবিতে আল-মুসলিম কারখানায় ভাঙচুর ও এক স্টাফকে মারধরের ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে শ্রমিক অসন্তোষের সময় ওই কারখানার এক স্টাফ শ্রমিকদের ওপর হামলার ইন্ধন দিয়েছিল এমন অভিযোগ তুলেছেন শ্রমিকরা। পরে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ সুপার আরো বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় পাঁচটি পোশাককারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া চারটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ চলছে। এগুলো নিরসনে কারখানার মালিকপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় টানা ৩২ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি শ্রমিকরা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জবি শিক্ষার্থীদের রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি চাঁদাবাজি মামলায় তারেক রহমানসহ ৮ জনের অব্যাহতি ভিজিডির চাউল নিতে এসে ট্রলির ধাক্কায় ২ নারী নিহত মার্কিন দূতাবাসের উদ্দেশে খালেদা জিয়া আইনজীবী সাইফুল হত্যা : আটক ৩০, দুই মামলার প্রস্তুতি সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ

সকল