২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইনের বিধান সমুন্নত রাখতে শিক্ষার্থীদের নৈতিকভাবে বলীয়ান হতে হবে : ড. আলী আজাদী

-


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আইনের বিধান সমুন্নত রাখার জন্য আইন শিক্ষার্থীদের নৈতিকভাবে বলীয়ান হতে হবে। সত্যবাদিতা ও সততাকে জীবনের পাথয় করলে নৈতিকভাবে সমৃদ্ধ হওয়া সম্ভব। কোর্ট-কাচারিগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে যদি আয়নাঘর বানানো হয়, তাহলে সেখানে কিছুই করার থাকে না। ভবিষ্যতে এসব বন্ধ করে সত্যিকারের আইনকে প্রয়োগ করার জন্য আইনের বিধান ঠিক রাখার জন্য আইন শিক্ষার্থীদের ওপর মহান দায়িত্ব রয়েছে।

গতকাল আইআইইউসির আইন বিভাগের এলএলএম প্রোগ্রামের স্প্রিং সেমিস্টার ২০২৪-এর নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী কথাগুলো বলেন। বিভাগের অ্যাডভাইজার প্রফেসর মোরশেদ মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- এলএলএম প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন, বক্তব্য রাখেন, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক আবদুল মালেক, সহকারী অধ্যাপক মোহাম্মদ কলিম উল্লাহ, আইআইইউসি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকী, শিক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন- উম্মে হানী, মাসুদ আলম বিপ্লব এবং জসিম উদ্দিন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে সত্য কথা বলার সুযোগ এতদিন ছিল না, এখন সে সুযোগ এসেছে। এই সুযোগ যারা হরণ করে তাদের পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। একসময় জামিন নেয়ার জন্য কিংবা ছাড়িয়ে নেয়ার জন্য বিচারকের সাথে চুক্তি করতে হতো, যার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা যদি এখান থেকে ভালোভাবে পড়ালেখা শেষ করেন, তাহলে অদূর ভবিষ্যতে মানবসেবায় নিজেকে আত্মনিবেদিত করতে পারবেন। তিনি বলেন, জীবন একটি চলমান নদীর মতো, চলমান নদীর মতো বাঁকে বাঁকে অনেক প্রতিকূলতায় জীবন পার করতে হয়। জীবনের বাঁকে বাঁকে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে অনেক কিছু শিখে অনেক কিছু অর্জন করে আমাদের চলে যেতে হবে, যা কিছু অর্জন করি না কেন কিছুই থাকবে না, শুধু থাকবে সত্যবাদিতা, মানুষের উপকার করা এবং সৎ কথা বলা। দাম্ভিকতা, অহঙ্কার কখনোই ভালো নয়, সহজ ও নমনীয় ভাষায় মানুষের সাথে কথা বলবেন, মানুষ আপনাকে ভালোবাসবে, সৃষ্টিকর্তাও আপনাকে ভালোবাসবে, যদি আপনার কর্ম সত্যিই মানুষের কল্যাণে নিবেদিত হয়।

আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ বলেন, বিগত সরকার বিচারব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিচারব্যবস্থাকে সংশোধন করা এখন আমাদের অন্যতম দায়িত্ব। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এখন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য। আমি মনে করি, একদিন এই বিশ্ববিদ্যালয়ের আইনের গ্র্যাজুয়েটরা বিচারপতি হবেন। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া সৎ ও যোগ্য আইনবিদরা মানুষের সেবায় নিয়োজিত হবেন। তিনি বিগত দিনের কথা স্মরণ করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বহু শিক্ষার্থী আজ কোর্টে আইনজীবী হিসেবে সফল পদচারণা করছেন। বিগত দিনে আইনজীবী সমিতির নির্বাচনেরও অনেকে জোরালো ভূমিকা রেখেছেন, জয়ী হয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায় লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরাইলি হামলায় নিহত ৬ ‘ইসকন ভারতের দালাল ও আ’লীগের দোসর’ নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে : অর্থ উপদেষ্টা উপজেলা নির্বাচনে বাদ যেতে পারে নারী ভাইস চেয়ারম্যান পদ হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার

সকল