ভারী বর্ষণে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগ
- নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
- ০৬ অক্টোবর ২০২৪, ০১:২৫
টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে নারায়ণগঞ্জের শহর ও ফতুল্লার বিভিন্ন এলাকায়। এসব এলাকার বেশির ভাগ রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে।
প্রতিটি পাড়া-মহল্লার রাস্তাগুলো হাঁটু সমান পানির নিচে তলিয়ে আছে। বাসা-বাড়িতে প্রবেশ করেছে ময়লা-দুর্গন্ধযুক্ত পানি। এসব তলিয়ে থাকা রাস্তায় রিকশা গাড়ির পরিবর্তে চলছে ভ্যান গাড়ি কোথাও কোথাও চলতে শুরু করেছে নৌকা। স্বাভাবিক কর্মকাণ্ডে গতি হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন কয়েক লাখ মানুষ।
ফতুল্লা-কুতুবপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানি চলাচলের রাস্তা ছাপিয়ে বাড়ির আঙিনা ও মানুষের বসতঘরে প্রবেশ করেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি জমে আছে। চলাচলের সড়কে রিকশার বদলে চলছে ভ্যান ও নৌকা। অনেকে আবার বৃষ্টির পানি মাড়িয়ে জীবিকার টানে ছুটে যাচ্ছেন কর্মস্থলে। টানা বর্ষণে বসতঘরে পানি প্রবেশ করায় নিরাপদে আশ্রয় নিচ্ছেন অনেক বাসিন্দা।
ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় সড়কে রিকশার পরিবর্তে ভ্যান ও নৌকা চলতে দেখা গেছে। এই সড়কের দুই পাশে কয়েক লাখ মানুষের বসবাস। পানির সাথে যুদ্ধ করে টিকে আছে এসব এলাকার মানুষ। মানুষের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। শুধু এই এলাকায়ই নয়, পার্শ্ববর্তী ইসদাইর, গাবতলী, তাগারপার, আজমেরীবাগ, সস্তাপুর, লালখা, রামারবাগ, কোতালেরবাগ, সস্তাপুর এলাকাজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে, কুতুবপুরের দৌলতপুর, আদর্শনগর ও মুন্সীবাগ এলাকার বসতবাড়িতে পানি প্রবেশ করেছে।
এসব এলাকার মানুষ কয়েক দিন ধরে পানিবন্দী জীবনযাপন করছে। বাড়ির আঙিনা, রান্নাঘর ও বাথরুম পানির নিচে তলিয়ে আছে। এখানেই শেষ নয়, এসব এলাকার অনেক বাসিন্দা এই ভোগান্তি থেকে রেহাই পেতে নিজ বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। অনেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কৃত্রিম জলাবদ্ধতার ফলে প্রভাব পড়েছে এলাকার স্বাভাবিক কর্মকাণ্ডেও।
ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইউনিয়নের শহীদ নগর, দৌলতপুর, মুন্সীবাগ, আদর্শ নগর, নূরবাগ, পিলকুনী, তক্কার মাঠসহ আশপাশের প্রায় বেশ কয়েকটি গ্রাম টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। ঘরবন্দী জীবনযাপন করেন এসব এলাকার বাসিন্দারা। কুতুবপুর ইউনিয়নে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। ড্রেন ব্যবস্থা না থাকায় অল্প সময়ে তলিয়ে যায় বেশির ভাগ রাস্তাঘাট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ডোবা-নালা ভরাট হয়ে বৃষ্টির পানি মানুষের বসতবাড়ি ও ঘরে প্রবেশ করেছে। ময়লা পানিকে সঙ্গী করেই এই এলাকার মানুষের বসবাস। গত দু’দিনের বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে কেউ কেউ আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে।
স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে বৃষ্টির পানি বেরিয়ে যেতে নানা প্রতিবন্ধকতা থাকায় বছরের বেশির ভাগ সময় এসব এলাকার কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা থাকে। গত কয়েক দিনের বৃষ্টির কারণে এলাকাজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়ায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।