মামুনুল হকের বিরুদ্ধে মামলার রায় ১৪ অক্টোবর
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৭, আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৭
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দায়ের করা মামলায় সাক্ষ্য সমাপ্ত হয়েছে। সেই সাথে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৪ অক্টোবর মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত। গতকাল শুক্রবার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম মামলার রায়ের দিন ধার্য করেছেন। এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, মামলার ধার্য তারিখ অনুযায়ী মামুনুল হক আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু গত কয়েক তারিখের মতো এবারো তার বিরুদ্ধে আর কেউ সাক্ষ্য দিতে আসেননি। যার পরিপ্রেক্ষিতে আমরা আদালতে সাক্ষ্য সমাপ্ত করে যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন। আমরা আদালতকে বলেছি এই পুরো বিষয়টিকে যোগসাজশ করে সংগঠিত করা হয়েছে। যিনি মামলার বাদি তিনি শারীরিক পরীক্ষা দিতে রাজি হননি কারণ তিনি স্বীকার করেছেন মামুনুল হক তার বৈধ স্বামী। একই সাথে বাদির ছেলে আব্দুর রহমান সাক্ষ্য দিতে এসে বলে গিয়েছিলেন তার মা মামুনুল হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের ওপর বলপ্রয়োগ করে মামলা করানো হয়েছিল। আমরা আদালতে আরো বলি মামুনুল হক শুধুমাত্র রাজনৈতিক কারণেই জেল খেটেছেন। আমরা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি। আশা করি মামুনুল হককে আদালত বেকসুর খালাস দেবেন। আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আগামী ১৪ অক্টোবর রায়ের দিন ধার্য করেছেন।