নৈতিকতাসম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান সিআইএমসিএইচের
- ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৬, আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৭
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস ৫ম ব্যাচের ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান গত বুধবার সিআইএমসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক মো: আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিইএসএইচ এর অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে নবাগত ডাক্তারদের পেশাগত ক্ষেত্রে নৈতিকতাকে গুরুত্বারোপ করার মাধ্যমে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভকে জীবনের পরম লক্ষ্য নির্ধারণ করা এবং দেশের মানুষকে চিকিৎসার প্রয়োজনে যেন বিদেশে পাড়ি না দিয়ে নিজের দেশেই উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারে সেজন্য নিজেদের যোগ্য হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডিইএসএইচ এর কার্যকরী পরিষদের সেক্রেটারি এবং সিআইএমসি উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুসলিম উদ্দিন নতুন ডাক্তারদের অভিভাবক ও দেশের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতি লক্ষ্য রেখে মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক মো: আমির হোসেন জাতীয় প্রয়োজনে ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিজ্ঞপ্তি।