২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চুনতির ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী সা: মাহফিল সমাপ্ত

-

হজরত মাওলানা হাফেজ আহমদ (চুনতি) প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা: ১৯তম ও সমাপনী দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতির শাহ্ মনজিল সিরাত ময়দানে গতকাল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা ফজলুল হক, লোহাগাড়া দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা ওহিদ আহমদ, চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার শায়খুল হাদিস আলহাজ মাওলানা মকসুদ আহমদ, মাহফিল মুতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ।
চুনতী হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামীর যৌথ সঞ্চালনায় বিষয়ভিত্তিক আলোচনা করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ মাওলানা আমিনুল ইসলাম, লোহাগাড়া আধুনগর সুফি মিয়াজিপাড়ার আলহাজ কাজী মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন, ঢাকার বিশিষ্ট গবেষক ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী, চট্টগ্রাম বায়তুশশরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়িদ আবু নোমান, রাহবারে বায়তুশ শরফ আলহাজ শাহ্ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা আ ক ম আবদুল কাদের, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর আলহাজ ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, নারায়ণগঞ্জ আব্বাসী মঞ্জিলের আলহাজ মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, ঢাকার আলহাজ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, ঢাকার আলহাজ মাওলানা সাদেকুর রহমান আজহারী, নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর সাহেব আলহাজ ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী আস্ ছিদ্দিকী। ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেন পশ্চিমা সভ্যতায় পারিবারিক জীবনে যে অবিশ্বাস, নৈতিক উচ্ছৃঙ্খলতা, সমকামিতা ও অশান্তির আগুন জ্বলছে ইসলামের পারিবারিক ব্যবস্থাই মানবজাতিকে সেই আগুনের গ্রাস থেকে রক্ষা করতে পারে। আল্লাহ ও রাসূল সা: নির্দেশিত ইসলামী পারিবারিক ব্যবস্থার মূল কথা স্বামী-স্ত্রীর পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা, পরিবারের সব সদস্য ও প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল আচরণ। ১৯ দিনব্যাপী চুনতি সিরাতুন্নবী সা: মাহফিলের সমাপনী দিবসের আলোচনায় বিশিষ্ট শিক্ষাবিদ বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। তিনি আরো বলেন, বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ, সন্তানদেরকে ন্যায়-অন্যায়, চারিত্রিক পবিত্রতা এবং উন্নত জীবন ও জগতের চেতনায় গড়ে তোলার যে শিক্ষা ও আদর্শ ইসলাম দিয়েছে জাতীয় শিক্ষাব্যবস্থাকে তার ছকে সাজাতে হবে। এ মুহূর্তে ইসলামের পারিবারিক ব্যবস্থার সৌন্দর্য দুনিয়ার সামনে তুলে ধরাই ইসলামের সবচে বড় খেদমত এবং এ দায়িত্ব প্রতিটি মুসলমানের ওপর অর্পিত।
কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল সা: পরিবেশন করেন আবু ওবাইদা মুহাম্মদ সাদ, সাজ্জাদ হোছাইন মিযান, হাফেজ তারেকুল্লাহ, আলহাজ কারি মাওলানা রবিউল্লাহ, তালিমুল ইসলাম, আল আকিব মুহাম্মদ নাজমুস সাকিব, কারি মাওলানা জালাল উদ্দীন মুনিরী, আবদুল্লাহ আল আকরাম হাদী, কারি মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী, শাহেদুল আনোয়ার সাদ, শায়ের মুহাম্মদ আবদুস শুকুর, হাফেজ মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবু দাউদ শাহ শরীফ ইকবাল, মাওলানা ইমাম বায়হাকী ইতমাম।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ আবু তাহের, এইচ এম মাহাবুবুল হক, ইসমাইল মানিক প্রমুখ।


আরো সংবাদ



premium cement