২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রথমবারের মতো নতুন বই পাচ্ছে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা

-

- এক বছরের সিলেবাসে এসএসসি পরীক্ষা
- বই প্রাপ্তিতেও অগ্রাধিকার পাবে তারা

এই প্রথমবারের মতো নতুন বই পাবে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। বিগত বছরগুলোতে নবম শ্রেণীতে পাওয়া বই দিয়েই পড়তে হতো দশম শ্রেণীর শিক্ষার্থীদের। অর্থাৎ নবম শ্রেণীতে শিক্ষার্থীদের বিনামূল্যের যে পাঠ্যবই দেয়া হতো সেই বই নবম এবং দশম এই দুই শ্রেণীতেই পড়ানো হতো। শুধু বইয়ের বিভিন্ন অধ্যায়ভিত্তিক ভাগ করে সিলেবাস তৈরি এবং সেই বিভাজিত অধ্যায় অনুযায়ী দুই শ্রেণীতে পৃথক করে পড়ানো হতো নবম এবং দশম এই দুই শ্রেণীর শিক্ষার্থীদের।
সূত্রমতে, এবারই প্রথম পরিবর্তিত পরিস্থিতির কারণে এবং দশম শ্রেণীতে নতুন করে বিভাগ বিভাজনের সুয়োগ দিয়ে আগামী বছরে অর্থাৎ ২০২৫ সালে দশম শ্রেণীতেও নতুন বই দিয়ে এক বছরের একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে সেই আলোকে ২০২৫ সালের এসএসসি (২০২৬ সালে অনুষ্ঠিতব্য) পরীক্ষা নেয়া হবে। ইতোমধ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন বই মুদ্রণের প্রস্তুতিও শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সংশ্লিষ্টরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর দেশে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বছরে নতুন কারিকুলামে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অবশ্য শুরু থেকে এ নিয়ে শিক্ষা উপদেষ্টাও ছিলেন বেশ তৎপর। কিন্তু এরপরেও প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতে সব শিক্ষার্থীর জন্য বছরের প্রথম দিনে নতুন বই হাতে তুলে দেয়া নিঃসন্দেহে একটি বড় কাজ। এর মধ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন বই দেয়া এবছর সবার জন্যই একটি নতুন অভিজ্ঞতা। এ ছাড়া যেহেতু দশম শ্রেণীর শিক্ষার্থীরা এক বছর পড়েই তারা এসএসসি পরীক্ষায় অংশ নেবে সে দিকের বিবেচনায় তাদের আগে বই দেয়ার চেষ্টা করছে এনসিটিবি।
এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস গতকাল নয়া দিগন্তকে জানান, চলতি বছর একটি বিশেষ সময় পার করছে এনসিটিবি। কেননা আমাদের সময় কম; কিন্তু কাজ এখনো অনেক বাকি। তাই যথাসময়ে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে এনসিটিবি। ইতোমধ্যে প্রাথমিক এবং মাধ্যমিকের কয়েক শ্রেণীর পাঠ্যপুস্তক মুদ্রণের টেন্ডার আহ্বান করা হয়েছে। বাকিগুলোর কাজও চলছে। আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে যথা সময়ের মধ্যেই সব কাজসম্পন্ন করা সম্ভব হবে।
অন্য দিকে বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণশিল্প সতিরি সাবেক চেয়ারম্যান তোয়ায়েল খান নয়া দিগন্তকে জানান, প্রতি বছর দেখা যায় বছরের শেষ সময়ে এসে তাড়াহুড়ার কারণে বইয়ের মুদ্রণ কিংবা কাগজের মান ঠিক থাকে না। শিক্ষার্থীরা এমন পাঠ্যবই হাতে পায় যে বই তারা এক বছর পড়ার মতো টেকসই হয় না। আগেই নষ্ট হয়ে যায়। তাই এনসিটিবিকে বই শুধু ছাপার বিষয়েই যতœবান হলে চলবে না। পাঠ্যবইয়ের মানের বিষয়েও যেন কোনো আপস না করা হয় সেদিকেও তীক্ষè দৃষ্টি রাখতে হবে।
এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড.এ কে এম রিয়াজুল হাসান গতকাল নয়া দিগন্তকে বলেন, এ বছর আমাদের অনেকগুলো বিষয় অগ্রাধিকার দিয়ে কাজ করতে হচ্ছে। প্রথমত, আগের কারিকুলামে বেশ কিছু বিষয় পরিবর্তন পরিবর্ধন এবং পরিমার্জন করতে হচ্ছে। একই সাথে বছরের প্রথম দিনেই যেন সব শিক্ষার্থী নতুন বই হাতে পায় সেই বিষয়েও কাজ করতে হচ্ছে। তিনি আরো জানান ২০২৫ সালের প্রথম দিনেই (১ জানুয়ারি) যাতে দশম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই হাতে পায় সেই বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি বেশি। কেননা দশম শ্রেণীর শিক্ষার্থীরা দুই বছরের সিলেবাস এবার এক বছরেই শেষ করতে হবে এবং দশম শ্রেণীতে তারা বিভাগ বিভাজনের (আর্টস, সাইন্স, ব্যবসা শিক্ষা) সুযোগ পাচ্ছে। এমনকি এক বছর নতুন বই পড়ার পরেই তারা এসএসসি পরীক্ষায় অংশ নেবে। কাজেই এই বিষয় বিবেচনায় নিয়েই আমাদের এ বছর চ্যালেঞ্জের সাথে কাজ করতে হচ্ছে।


আরো সংবাদ



premium cement
সুপ্রিম কোর্টে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা ও বিক্ষোভ ঋণ তিন মাস প‌রিশোধ না করলে খেলাপি ‘গণঅভ্যুত্থানের বড় স্টেকহোল্ডার ছিল শিবির’ দাবি ইবি সমন্বয়কের যুক্তরাষ্ট্রে পরকীয়া করছেন নায়ক নিরব, অভিযোগ স্ত্রীর আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের হাসনাত-সারজিসকে হত্যার চেষ্টা, ঢাবিতে বিক্ষোভের ডাক বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা এবার প্রকাশ্যে এলেন বেরোবি শিবির সভাপতি রূপগঞ্জে সুতা কারখানায় আগুন নোয়াখালীতে পিলখানায় হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ

সকল