২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাবি ভিসির সাথে ইবিএফসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইবিএফসিআই সভাপতি ড. ওয়ালিত সার উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাবি ভিসি ড. নিয়াজ আহমদের সাথে সাক্ষাৎ করেন -

ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইবিএফসিআই) সভাপতি ড. ওয়ালি তসার উদ্দিনের নেতৃত্বে ১৮ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সাথে সাক্ষাৎ করেছেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান আল শাফী ও জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা উদ্যোক্তা, ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতাবিনিময় এবং সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।

এ সময় অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ইবিএফসিআইর আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ব্যবসাবাণিজ্যের বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে তারা আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার, সম্মেলন, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এসব ক্ষেত্রে ইবিএফসিআই প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদারের ব্যাপারে আগ্রহ প্রকাশের জন্য ইবিএফসিআই প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল