‘শিক্ষাব্যবস্থা কেমন হবে’ শীর্ষক সিএনসির আলোচনা অনুষ্ঠিত
- ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) ‘আমাদের শিক্ষাব্যবস্থা কেমন হবে?’ এর ওপর সেপ্টেম্বর মাসব্যাপী বিশদ আলোচনা করেছে। আলোচনাগুলো ভার্চুয়াল লাইভ ইভেন্টের মাধ্যমে সম্পন্ন হয়। মাসব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক খন্দকার রকিবুল হাসান, বিশিষ্ট লোকজ গবেষক সাইদুর রহমান সাঈদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিনেত্রী অধ্যাপক ফ্লোরা সরকার, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, ইতিহাসবিদ আশরাফুল ইসলাম, অধ্যাপক রহিমা হুমায়রা, শিক্ষাবিদ ও কবি কর্নেল আশরাফ আল দ্বীন, প্রফেসর ড. মো: আব্দুর রব, প্রফেসর ড. মুহাম্মদ সেতাউর রহমান, প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমদ, ডক্টর মোহাম্মদ ঈসা শাহেদী। সমাপনী অনুষ্ঠানে কথা রাখেন সেন্টার ফর ন্যাশনাল কালচারের নির্বাহী পরিচালক মাহবুবুল হক।
সিরাতুন্নবী পদক : সিএনসি জুমাবার ২০ সেপ্টেম্বর ভার্চুয়াল লাইভ ইভেন্টে সিরাত সেমিনারের আয়োজন করে। সেমিনারের শিরোনাম ছিল ‘শিক্ষা অন্বেষণে মহানবীর প্রেরণা’। সেমিনারে একক বক্তব্য রাখেন প্রিন্সিপাল মামুনুর রশিদ। অনুষ্ঠানে মাওলানা নুরুজ্জামান ফারুকীকে ‘মুফতি দিন মোহাম্মদ খান সিএনসি পদক ২০২৪’ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএনসির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা।
নজরুল পদক : সিএনসি এবার বিশালাকারে নজরুলের মৃত্যুবার্ষিকী উদযাপনের পরিকল্পনা নিয়েছিল কিন্তু জুলাই-আগস্টের আন্দোলনের কারণে এটা বাস্তবায়ন করা যায়নি। এই উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষা ও নজরুল শীর্ষক একটি ভার্চুয়াল লাইফ প্রোগ্রাম সম্পন্ন করে। আব্দুল্লাহ আল মাহমুদকে নজরুল সিএনসি পদক ২০২৪ প্রদান করা হয়।
সবার জন্য দোয়া : সিএনসি গত জুমাবার ২৭ সেপ্টেম্বর মানবজাতির চলমান সঙ্কট থেকে উত্তরণের উদ্দেশ্যে সবার জন্য একটি ভার্চুয়াল লাইভ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একক বক্তৃতা দোয়া ও মুনাজাত পরিবেশন করেন বহুগ্রন্থপ্রণেতা ও বাংলা একাডেমির সাবেক পরিচালক অধ্যাপক মুহাম্মাদ সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএনসির সভাপতি অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা।
গানের আসর : গত ২৮ সেপ্টেম্বর সিএনসির নির্বাহী পরিচালকের বাসায় বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এককভাবে সঙ্গীত পরিবেশন করেন সিএনসির অন্যতম ট্রাস্টি ও স্টাফ কণ্ঠশিল্পী মাসুদ রানা। বিজ্ঞপ্তি।