২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
অভ্যুত্থানের হত্যামামলা

রংপুরে আ’লীগ নেতা তুষার কান্তি মণ্ডলের আরো ৪ দিনের রিমান্ড

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত স্বর্ণশিল্পী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তিন দফায় তিনটি হত্যা মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর হলো তার।
গতকাল সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন আদালত-১ এর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় তদন্ত কর্মকর্তা এস আই রাসেল তাকে আদালতে আনেন এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে এই আদেশ দেন। গত ২৭ আগস্ট রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে তুষার কান্তি মণ্ডলসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন মিলনের স্ত্রীর দিলরুবা বেগম।
বাদির আইনজীবী অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন বকুল জানান, গত ১৯ জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রামমোহন মার্কেটে এলাকায় নির্বিচার গুলি চালিয়ে বৌরানী জুয়েলার্সের ম্যানেজার মুসলিম উদ্দিন মিলনকে খুন করেছে। এ ঘটনায় রংপুরের সাবেক বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো: শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু আশরাফ সিদ্দিকী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য নাছিমা জামান ববি, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুলসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
রংপুর মেট্রোপলিটন আদালতের সরকারি পুলিশ কমিশনার পৃথিস রায় জানান, গত ১৮ সেপ্টেম্বর সাভার থেকে গ্রেফতার করার পর চারটি হত্যা এবং একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় তুষার কান্তি মণ্ডলকে। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংক্রান্ত অন্তত ১১টি মামলা হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল