২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে ইসলামী শিক্ষাব্যবস্থার বিকল্প নেই : ডা: হাবিবা

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেমিনার : নয়া দিগন্ত -

ইবনে সিনা মেডিক্যাল কলেজের প্রফেসর এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান ডা: হাবিবা চৌধুরী সুইট বলেছেন, বাংলাদেশের মানুষের বিশ্বাস ও চেতনায় ইসলাম। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী আদর্শ ও সঠিক মূল্যবোধে গড়ে তুলতে ইসলামী শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রবর্তিত সমালোচিত শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মকে সুকৌশলে ইসলাম থেকে বিমুখ করে রাখার ষড়যন্ত্রেরই অংশ ছিল। তিনি বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকারের কাছে ইসলামী শিক্ষা প্রবর্তনের দাবি জানান।
গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকার আইডিইবি ভবন মিলনায়তনে ‘বর্তমান প্রেক্ষাপটে জাতি গঠনে শিক্ষাব্যবস্থার কাক্সিক্ষত রূপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক সিনিয়র শিক্ষক ড. জান্নাত আরা শেলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামিমা তাসনিম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক ড. রাশীদাহ্ নাওমী, লালমাটিয়া মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান ড. ফেরদৌস আরা বকুল। প্রস্তবনা পেশ করেন মহানগরীর মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি জান্নাতুল কারীম সুইটি। আরো উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরীফা, ডা: শাহানা পারভীন লাভলী, ডা: শিরিন আক্তার রুনা, মহানগরী দক্ষিণের শূরা ও কর্মপরিষদ সদস্যা তানহা আজমী, উম্মে কুলসুম রিনা, রাবেয়া খানম, সেলিনা পারভীন, নার্গিস খান, কামরুন্নাহার তুরানি, নুরজাহান আক্তার প্রমুখ।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল