তারুণ্য কোনো শপিংমলে পাওয়া যায় না, ইবাদতের মাধ্যমে সুরক্ষা করতে হবে
- ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, রাসূলের সা: বিশেষ মনোযোগ ছিল তরুণ সম্প্রদায়ের প্রতি। রাসূল সা: তারুণ্য নিয়ে অনেক বেশি কথা বলেছেন। যে তরুণ তারুণ্যকে ইবাদতের জন্য উৎসর্গ করেছে, সেই তরুণরা কেয়ামতের দিন ভিআইপি প্যান্ডেলে থাকবে। তিনি বলেন, তারুণ্য হচ্ছে ওয়ানটাইম। কোনো শপিংমলে কেনা পাওয়া যায় না। এটাকে ইবাদতের মাধ্যমে সুরক্ষা করতে হবে। তাই বার্ধক্য আসার আগেই যেন তারুণ্যকে হেলা করা না হয়। আবেগের মোহে তারুণ্যকে যেন নষ্ট করা না হয়। রাসূল সা:-এর প্রতি তরুণদের ভালোবাসার সর্বোত্তম প্রতিদান হবে তার আদর্শ অনুসরণ করা। তিনি আরো বলেন, পশ্চিমা কৃষ্টির কাছে তরুণরা নিজেদের বিক্রি করে দিয়েছে খুব আক্ষেপ হয়। আমাদের তরুণরা পশ্চিমা কৃষ্টি দ্বারা বেশি প্রভাবিত। আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গেছি। পারিবারিক ব্যবস্থাপনায় আমরা পশ্চিমাদের চেয়ে অনেক এগিয়ে আছি বলে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন। আমাদের পারিবারিক সুখের কথা পশ্চিমারা কল্পনাও করতে পারে না। রাসূল সা:-এর আদর্শ অনুসরণের কারণে এই সুখ।
গতকাল সোমবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সব বিভাগীয় ক্লাব আয়োজিত সিরাত সেমিনারে প্রধান আলোচক হিসেবে শায়খ আহমাদুল্লাহ মিলনায়তন উপচে পড়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাগুলো বলেন। আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। আরো বক্তব্য রাখেন, সিজিইডির প্রফেসর ড. বি এম মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির বিভাগীয় ক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সজিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মক্কি। অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহকে আইআইইউসির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।
প্রধান আলোচকের বক্তব্যে দেশবরেণ্য আলেম শায়খ আহমাদুল্লাহ বলেন, তরুণদের নিজেদেরকে চরিত্রহীনতা থেকে মুক্ত করতে হবে। তিনি বলেন, স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। স্্েরাতের বিপরীতে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। জন্মসূত্রে মুসলমান না হয়ে জ্ঞানে সমৃদ্ধ মুসলমান হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা