চবির দুই হল থেকে রামদা, হেলমেট, রড-স্ট্যাম্প উদ্ধার
- চট্টগ্রাম ব্যুরো
- ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
বিশ্ববিদ্যালয় খোলার আগে হলগুলো শিক্ষার্থীদের জন্য উপযোগী করতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) প্রশাসন। অভিযানে শহীদ আবদুর রব হল ও শাহজালাল হলে অভিযান চালিয়ে ৩০টি রামদা, ১৮টি মদের বোতল ও পাঁচটি হেলমেটসহ লোহার রড ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চবির প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানিয়েছেন, এখন পর্যন্ত আমরা শহীদ আবদুর রব হল ও শাহজালাল হল তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এ ছাড়া কয়কটি হেলমেটসহ রড স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। মূলত আগামী অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। তাই এর আগে হলগুলো শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা