২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুর ও আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ : ২৮ কারখানা বন্ধ

-

গাজীপুরের ভবানীপুর ও ঢাকার আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের কারণে ২৮টি গার্মেন্ট কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। গাজীপুরের আর অ্যান্ড জি বিডি গার্মেন্ট লিমিটেডের কয়েকটি দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন। আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের ভবানীপুর এলাকার আর এন্ড জি বিডি গার্মেন্ট লিমিটেড কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধি এবং এক কর্মকর্তার অপসারণসহ ১২ দফা দাবিতে গতকাল বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সন্ধ্যা পর্যন্ত প্রায় চার ঘণ্টা পরও তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, ভবানীপুর এলাকার আর এন্ড জি বিডি গার্মেন্ট লিমিটেড কারখানার শ্রমিকদের নানা অজুহাতে হয়রানি, নির্যাতন ও চাকরিচ্যুত করার দায়ে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসানের অপসারণ এবং হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধিসহ ১২ দফা দাবি গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিলেন শ্রমিকরা। গতকাল শ্রমিকরা দুপুরে খাবারের বিরতির পর কারখানায় ফিরে কাজে যোগ না দিয়ে ওই দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বেলা সোয়া ২টার দিকে তারা কারখানার পাশর্^বর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের উপর থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শ্রমিক আন্দোলনের মুখে ওই কর্মকর্তা পদত্যাগ করলেও শ্রমিকরা অবরোধ প্রত্যাহার না করে বাকি দাবিগুলো মেনে নেয়ার জন্য মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। প্রায় ৪ ঘণ্টা পরও সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কের উপর অবস্থান করছিল।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আর এন্ড জি বিডি গার্মেন্ট লিমিটেড কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান স্বেচ্ছায় পদত্যাগ করার কথা শুনেছি। সন্ধ্যা পর্যন্ত আন্দোলনরত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বিষয়টি নিয়ে মালিক ও শ্রমিকদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া গতকাল শ্রমিক বিক্ষোভ হয়েছে। বেতন-ভাতা বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ ঘটনার পর জুরাবো ও কাঠগড়া এলাকার অন্তত ১০টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় শিল্পাঞ্চলে ১১টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং ১৬টি কারখানায় সাধারণ ছুটি দেয়া হয়। গতকাল সকাল থেকেই শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো ও কাঠগড়া এলাকায় বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার অধিকাংশ শিল্প পোশাক কারখানা খোলা রয়েছে। সকাল থেকেই শ্রমিকরা খোলা কারখানাগুলোতে কাজে যোগদান করেন। কিন্তু জিরাবো ও কাঠগড়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের আশুলিয়ায় প্রায় সব কারখানাতেই উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং ১৬ টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

 

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল