২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদের ‘আল মাহমুদ পদক’ প্রদান

-

নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদের গত শনিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কবি আল মাহমুদ পদক প্রদান ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। নাবিকের সভাপতি কবি তাসনীম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি সরদার আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কবি, গবেষক ও সাংবাদিক ড. মাহবুব হাসান। তিনি বলেন, আল মাহমুদ আমাদের কালের শ্রেষ্ঠ কবি। তাকে নিয়ে যত বেশি কাজ হবে তত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য প্রস্ফুটিত হবে। গ্রাম বাংলার চিত্র নগরবাসীর কাছে সম্মৃদ্ধ হবে।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি, সম্পাদক জাকির আবু জাফর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবি মুজতাহিদ ফারুকী, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল, কবি আফসার নিজাম।
অনুষ্ঠানে তিনজনকে ‘আল মাহমুদ পদক’ প্রদান করা হয়। তারা হলেন- মুহাম্মাদ নিযামউদ্দীন, সাঈদ আবুবকর, সাজ্জাদ বিপ্লব। পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে তারা নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদর পক্ষ থেকে বাংলাদেশে সর্বপ্রথম ‘আল মাহমুদ পদক’ প্রদান রীতি চালু করার ভূয়সী প্রশংসা করেন।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন- কবি সালেহ মাহমুদ, প্রবন্ধকার ও সম্পাদক সীমান্ত আকরাম, আবদুর রহমান মল্লিক।
আল মাহমুদ নিবেদিত কবিতা পাঠ করেন, কবি রবিউল মাশরাফি, এস এম শাহনুর, মো: নুরুল হক, আবুল খায়ের নাঈমুদ্দিন, ডা: কবির ভূঁইয়া, তাজ ইসলাম, ওজকুরুনী সিদ্দিকী, মিলি হক, মরিয়াম রহমান, রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মুর্শিদ উল আলম, আলতাফ রানা, শাহজাহান মোহাম্মদ, সুমন রায়হান, আল আমীন, ওয়াহিদ আল হাসান, সাইফ সাদী, রাসেল রবি, জাফর সাদিক, মুজিবুর রহমান বকুল, শফিউল্লাহ আজাদ, ওমর ফারুক, জাহীদ আবেদীন, সাঈদ উসমান, আবুল হাসান জারজিস, শামস আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি’ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেল অধিকার মারবা? পারবা না। ৩ আমেরিকানকে মুক্তি দিলো চীন আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান

সকল