২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরাতুন নবী সা: উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

-


সিরাতুন নবী সা: ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আগামী ১৩, ১৪, ১৫ ও ১৬ অক্টোবর দৌলতখান (ভোলা) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আওতায় স্কুল, কলেজ, আলিয়া ও কওমি মাদরাসা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১. ‘ক’ গ্রুপ : স্কুল/আলিয়া মাদরাসার তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী ও কওমি মাদরাসা সমমানের (তাইসির থেকে নাহবেমির) ছাত্রছাত্রী।
২. ‘খ’ গ্রুপ : স্কুল/আলিয়া মাদরাসার সপ্তম থেকে দশম শ্রেণী ও কওমি মাদরাসা সমমানের (হিদায়াতুন্নাহু থেকে শরহে বেকায়াহ) ছাত্রছাত্রী।
৩ ‘গ’ গ্রুপ : বিশ্ববিদ্যালয় এবং আলিয়া ও কওমি মাদরাসা (অধ্যয়ন/বিএ, মাস্টার্স, আলিম, ফাজিল, কামিল, জালালাইন, মিশকাত ও দাওরায়ে হাদিস) সমমানের ছাত্রছাত্রী।
৪. কিরাত : ‘গ’ গ্রুপ : সূরা জিলঝাল, হুমাজাহ ও করিয়াহ (অর্থসহ)।
‘ক’ গ্রুপ : সূরা লাহাব, নাছর ও কাফিরুন (অর্থসহ),

৫. রচনা প্রতিযোগিতা :
‘খ’ গ্রুপ : সূরা তাকাছুর, মাউন ও ফিল (অর্থসহ) (প্রত্যেক গ্রুপের জন্য যেকোনো একটি সূরা)
‘খ’ গ্রুপ : (১) হিলফুল ফুজুলের আলোকে যুবসমাজের করণীয়।
‘গ’ গ্রুপ: (১) রাসূল সা:-এর সামাজিক ও অর্থনৈতিক জীবন। (২) মদিনা সনদের আলোকে সুখী-সমৃদ্ধ দেশ গঠনে মহানবী সা :-এর শিক্ষা
(২) রাসূল সা:-এর শৈশবকাল।
(৩) নারীর অধিকার প্রতিষ্ঠায় মুহাম্মাদ সা:-এর অবদান। (১০০০ শব্দের মধ্যে)
৬. উপস্থিত বক্তৃতা :

‘খ’ গ্রুপ :
(১) পরমত সহিষ্ণুতায় ইসলামের দৃষ্টিভঙ্গি।
(২) প্রতিবেশীর হক আদায়ে বিশ্বনবী সা:-এর দৃষ্টান্ত উপস্থাপন।
(৪) সত্যবাদিতায় রাসূল সা:-এর শ্রেষ্ঠত্ব।
(৩) রাসূল সা:-এর আতিথেয়তা।
(৫) পিতা-মাতার হক বা অধিকার প্রণয়নে রাসূল সা:-এর ভূমিকা।
(৩) সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মুহাম্মাদ সা:-এর ভূমিকা। (১৫০০ শব্দের মধ্যে)

‘গ’ গ্রুপ :
(১) আত্মশুদ্ধি অর্জনে মুহাম্মাদ সা:-এর আদর্শ।
(২) মাদক নির্মূলে ইসলামের নির্দেশনা।
(৩) নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা।
(৪) সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় মুহাম্মাদ সা:-এর ভূমিকা।
(৫) সন্ত্রাস দমনে আল-কুরআনের নীতিমালা।
৭. প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একই বিষয়ে সর্বোচ্চ দু’জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।
৮. রচনা প্রতিযোগিতার দিন কলম সাথে আনতে হবে। কাগজ সরবরাহ করা হবে। রচনা প্রতিযোগিতার সময় এক ঘণ্টা ৩০ মিনিট।
৯. ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় একজন প্রতিযোগী সর্বোচ্চ দু’টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগীর নাম, শ্রেণী ও মোবাইল নাম্বার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্রসহ আগামী ১০/১০/২০২৪ ইং বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ‘ক’ ‘খ’ ও ‘গ’ গ্রুপের ছাত্রছাত্রীদের নামের তালিকা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, দৌলতখান, ভোলা, মোবা: ০১৭১০৩৩৪৯৭৩/০১৬১০৩৩৪৯৭৩ (হোয়াটসঅ্যাপ), ই-মেইলে (md.razaulkarim4973@gmail.com) অথবা সরাসরি ইমাম সাহেবের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি’ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেল অধিকার মারবা? পারবা না। ৩ আমেরিকানকে মুক্তি দিলো চীন আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান

সকল