২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লেবানন-ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে বাসদের বিক্ষোভ

-

লেবানন ও ফিলিস্তিনে ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেন, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের ৪০ হাজারের বেশি মানুষ মেরেছে জায়নবাদী ইসরাইল। ইসরাইলি গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। মার্কিন সাম্রাজ্যবাদ এক দিকে গণতন্ত্রের কথা বলে অন্য দিকে গণহত্যা চালায়। এজন্য মানুষ বলে মার্কিন সাম্রাজ্যবাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। জাতিসঙ্ঘে বারংবার ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করার দাবি জানালেও কোনো লাভ হয় না।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে, চোরকে বলবে চুরি করো, গৃহস্থকে বলবে সজাগ থাকো। যুক্তরাষ্ট্র এখন লেবানন দখল করে তাদের সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করছে। আমরা বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিন ও লেবাননে গণহত্যা বন্ধ করতে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, আমরা এ দেশের সব বাম সংগঠনকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে একসাথে আন্দোলন করি।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- বাসদ ঢাকা মহানগরের নেতা খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, ঢাকা মহানগরের নেতা নাসির উদ্দীন প্রিন্স, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক রোকসানা আফরোজ আশা প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
জোগাড় হলো না বাজারের টাকা, লাশ হয়ে ফিরলেন তুহিন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু ব্যাটে-বলে ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব ভারতে নারী সামরিক অফিসারদের নিয়ে নেতিবাচক রিপোর্ট ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি’ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেল অধিকার মারবা? পারবা না।

সকল