ধামরাইয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা মাস অনুষ্ঠিত
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫০
গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন এ স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ে কালামপুর ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে গ্রাহকসেবা মাস উপলক্ষে বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধামরাইয়ে কালামপুর ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক ও এভিপি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা নর্থ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হালিম কণ্ঠু, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন ও মো: মহসিন, আব্দুস সালাম প্রমুখ।
ওপর দিকে ধামরাই কালামপুর ইসলামী ব্যাংক শাখার আয়োজনে ধামরাই কাওয়ালীপাড়া এজেন্ট আউটলেটে গ্রাহকসেবা মাস উপলক্ষে উক্ত ব্যাংকের শাখার ব্যবস্থাপক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এক গ্রাহকসেবা সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন কাওয়ালীপাড়া এজেন্ট ব্যাংকিং মালিক রজব আলী ও ধামরাই আব্বাস আলী উচ্চবিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ গ্রাহকরা।
জয়পুরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধীজনদের মতবিনিময় সভা
জয়পুরহাট সংবাদদাতা জানান, ‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই প্রতিপাদ্য নিয়ে গ্রাহকসেবা মাস উপলক্ষে জয়পুরহাটে ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট ব্যাংক গ্রাহক ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার এভিপি ও ব্যবস্থাপক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা আমির ডা: ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রসেফর মো: আবু বক্কর সিদ্দিক, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ।
ব্যাংক অফিসার শামিম আকন্দের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পূরবী অ্যাগ্রো ইন্ডা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, বিশিষ্ট গ্রাহক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, ব্যাংকের বিনিয়োগ কর্মকর্তা মোক্তার উজ্জামান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা