২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে এশিয়ান ভার্সিটিতে বিজয় উৎসব

-

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম। প্রথম অধিবেশনে প্রধান অতিথি তার বক্তব্যে, সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রজনতার রূহের মাগফিরাত কামনা করেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের পাশে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানান। এইউবি শিক্ষার্থী যারা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে তাদের সবাইকে উৎসাহিত করেন ও আগামীতে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠতে বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এইউবি ট্রেজারার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার রক্ত যেন বৃথা না যায়, সেইদিকে তোমাদেরকে তীব্র নজর রাখতে হবে।

স্বাগত বক্তব্যে আন্দোলনের দিনগুলোর কথা তুলে ধরে এইউবি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্সের শিক্ষার্থী হাবিবুল্লাহ মাশরুর। এইউবি থেকে যারা আন্দোলনে অংশ নিয়েছিল তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় এই সমন্বয়ক।
প্রথম অধিবেশনে এইউবি কালচারাল ক্লাব তাদের বৈচিত্র্যময় পারফরম্যান্স দিয়ে পুরো ক্যাম্পাস মাতিয়ে রাখেন। বিজয় উৎসবের দ্বিতীয় পর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন এইউবি ভিসি ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, আগামীর বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতাকে এগিয়ে আসতে হবে, দেশ থেকে চিরতরে বৈষম্য ও দুর্নীতি দূর করতে হবে। বাংলাদেশকে বিশ^ দরবারে তুলে ধরতে হলে, তোমাদেরকেই এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, স্কুল অব আর্টসের ডিন প্রফেসর এ এইচ এম ছালেক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। এ ছাড়া অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন সহ: প্রক্টর ও সহকারী অধ্যাপক রবিউল করিম মৃদুল, ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূইয়া, জনসংযোগ বিভাগের উপ পরিচালক বদিউর রহমান সোহেল ও সমাজ কর্মের ফ্যাকাল্টি জহিরুল ইসলাম জুয়েল ও ইংরেজি বিভাগের ফ্যাকাল্টি মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুক্তাশা দিনা চৌধুরী। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement