২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডায়মন্ডের দিলীপের ফের ১০ দিনের রিমান্ড আবেদন

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা এলাকায় কিশোর হৃদয় আহম্মেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে ফের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
ডিবির গুলশান বিভাগের উপপরিদর্শক নুরুল ইসলাম খান এ রিমান্ড আবেদন করেন। এর আগে মামলাটি বাড্ডা থানার অধীনে ছিল। সে সময় তিন দিনের রিমান্ডে তার কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ। সে জন্য আবার রিমান্ড চান মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ এ মামলার শুনানি হবে।
গত ৭ সেপ্টেম্বর আগরওয়ালকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত।
মামলার রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা কর্তৃক ঘোষিত কর্মসূচি পালনকালে এজাহার নামীয় উল্লিখিত আসামি দিলীপ কুমার আগারওয়ালাসহ তার সহযোগী অস্ত্রধারীর গুলিতেই মামলার ভিকটিমের মৃত্যু হয় মর্মে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া যায়। অত্র মামলার সহিংস ঘটনার বিষয়ে এবং ভিকটিম মৃত হৃদয় আহম্মেদকে হত্যাকাণ্ডের ঘটনায় ওই আসামি জড়িত আছে এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করার জন্য মূল অর্থদাতা, পরিকল্পনাকারী এবং অবৈধ অস্ত্রের জোগানদাতা হিসেবে কাজ করে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। মামলাটি তদন্তাধীন। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তসহ ন্যায়বিচারের স্বার্থে আসামির সহযোগী অপরাপর পলাতক আসামিদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ, আসামি শনাক্ত পূর্বক গ্রেফতার, ঘটনায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অবৈধ আগ্নেয়াস্ত্র প্রাপ্তির উৎস, হত্যাকাণ্ডের নেপথ্যে আর কে কে জড়িত, ঘটনার অন্যান্য পরিকল্পনাকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, মামলার ঘটনায় আসামিদের কার কী ভূমিকা ছিল সে সংক্রান্তে সুস্পষ্ট তথ্য উদঘাটনের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
৩ সেপ্টেম্বর রাতে আগরওয়ালাকে রাজধানীর গুলশানের আকাশ টাওয়ার থেকে আটক করা হয়। পরে বাড্ডা থানার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement
আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের আশ্বাস তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে মিরসরাইয়ে কৃষকের ৪টি গরু চুরি ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে : এফবিআই জামিন মেলেনি হলমার্ক গ্রুপের জেসমিনের গ্লোবাল লিগ : অবিশ্বাস্য হারে আসর শুরু রংপুর রাইডার্সের আফ্রিকায় ধর্ষকদের রক্ষায় আইনি ফাঁকফোকর নিয়ে প্রতিবেদন মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত ভিড়ল কয়লার জাহাজ, উৎপাদনে ফিরছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র

সকল