২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুনিরা খান সিজিএসের নতুন চেয়ারম্যান

-

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) চেয়ারম্যান হলেন মুনিরা খান। মুনিরা খান প্রথম নারী যিনি বাংলাদেশে প্রথমবারের মতো গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হন। মানবাধিকার কমিশনে যোগদানের আগে তিনি ‘ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স’ (ফেমা) ২০০৩-২০০৮ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মুনিরা খান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের নেতৃত্বে ইন্দোনেশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করেন। তিনি জিম্বাবুয়েসহ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করেন। কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সদস্য হিসেবে তিনি কম্বোডিয়ার কিংবদন্তি নেতা নরোডম সিহানুকের সাথে সাক্ষাৎ করেছিলেন। মুনিরা খান বেশ কয়েকটি নির্বাচন এবং গণতন্ত্রবিষয়ক আন্তর্জাতিক নানা সম্মেলনে অংশ নেন। ২০১৩ সালে তিনি এফইএমএ-এর সভাপতি নির্বাচিত হন এবং জেনেভায় জাতিসঙ্ঘের মানবাধিকার সম্মেলনে অংশ নেন।
মুনিরা খান নানা অধিকার সংগঠন, নারী ও শিশুদের সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত নারী স্বেচ্ছাসেবী সংগঠনের (ডব্লিউভিএ) সভাপতি, ১৯৯৫-১৯৯৬ এবং ২০২১-২০২ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড চিল্ড্রেনের (এবিসি) সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেনের সভাপতি থাকাকালীন অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং শ্রীলঙ্কায় সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। তিনি সার্ক ফু-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং পরবর্তীতে সংস্থাটির মহাসচিব এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মুনিরা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি টানা পাঁচ মেয়াদে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, কোষাধ্যক্ষ এবং সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement