স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকী আজ
- ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ৯৭ তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে প্রার্থনাসভাসহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
স্যামসন এইচ চৌধুরী ১৯২৫ সালের ২৫ সেপ্টেম্বর তৎকালীন ফরিদপুর জেলার কাশিয়ানী থানার আড়ুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম ইয়াকুব হোসেন চৌধুরী। স্যামসন চৌধুরী ভারতে পড়াশুনা শেষ করে ১৯৫২ সালে পাবনার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৫৮ সালে ২০ হাজার টাকার মতো পুঁজি নিয়ে চার বন্ধু মিলে সেখানে গড়ে তোলেন স্কয়ার ফার্মা। ১৯৬৪ সালে সেই নাম পরিবর্তন করে রাখা হয় স্কয়ার ফার্মাসিউটিক্যাল লি.। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩০ হাজারসহ স্কয়ার গ্রুপে ৬০ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।
স্কয়ার মানে হচ্ছে বর্গাকার চতুর্ভুজ। কিন্তু পারফেক্ট না হলে যেমন চতুর্ভুজ বর্গাকার হয় না। তেমনি নৈতিক বিশুদ্ধতা না থাকলে জীবনে সাফল্য আর লাভ করা যায় না। সেই পারফেক্টের চিন্তা থেকেই তাদের গ্রুপের নামকরণ করা হয় স্কয়ার। এ প্রসঙ্গে স্যামসান এইচ চৌধুরী ওই সময় বলেছিলেন, ‘স্কয়ার মানেই পারফেকশন। এ জন্যই আমরা নাম রাখলাম স্কয়ার’।
১৯৮৮ সাল থেকে ওষুধের পাশাপাশি স্কয়ার গ্রুপও নতুন শিল্প স্থাপন শুরু করে। ওই সময়ে একটি আলাদা বিভাগ হিসেবে স্থাপন করা হয় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার টয়লেট্রিজ লি.। পরে একে একে স্থাপিত হতে থাকে নতুন নতুন প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে স্কয়ার টেক্সটাইল খাতে বিনিয়োগ শুরু করে। স্কয়ারের সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে টেক্সটাইল খাতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কনজুমার পণ্য। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ স্কয়ার ফার্মাসিউটিক্যাল লি., স্কয়ার স্পিনিংস লি., স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লি., স্কয়ার টয়লেট্রিজ লি., স্কয়ার কনজুমার প্রডাক্টস লি., স্কয়ার ইনফারমেটিক্স লি., স্কয়ার সারাহ নিড ফেবিক্স লি., স্কয়ার হসপিটালস লি., স্কয়ার এগ্রো লি., স্কয়ার হারবাল অ্যান্ড নিউট্রিসিটিক্যাল লি., এজিএস সার্ভিসেস লি., মাছরাঙা প্রডাকশন লি., প্যাকেজস লি., বর্ণালী প্রিন্টার্স লি., মিডিয়া কম এবং মাছরাঙা টেলিভিশন। এ ছাড়া হাউজিং কোম্পানি শেলটেক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে স্কয়ার গ্রুপের শেয়ার রয়েছে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা