২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ত্রিপুরায় বাংলাদেশী ৬ বৈধ যাত্রীকে হয়রানি

ত্রিপুরায় হয়রানির শিকার বাংলাদেশী নাগরিক : নয়া দিগন্ত -

ভারতের ত্রিপুরায় বাংলাদেশী বৈধ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। ভিসা পাসপোর্ট থাকার পরও গত রোববার ৬ জন বাংলাদেশী নাগরিককে ত্রিপুরার কিছু উগ্রবাদী আটকে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা মুক্তি পায়। জাগরণ ত্রিপুরা নামে একটি সংবাদ মাধ্যম গতকাল সোমবার এই খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, ত্রিপুরা বিশালগর থানার হীরাপুর মহারানী এলাকার মনোয়ার হোসেনের মেয়ের বিয়ে উপলক্ষে বৈধভাবে ভারতে যায় ৬ বাংলাদেশী নাগরিক। বিয়ের পর রোববার দুপুরে বাংলাদেশীরাসহ সেখানকার ১০/১২ জন মিলে একটি গাড়িতে করে বউভাত অনুষ্ঠানে যাচ্ছিল। পথে বাইপাস সড়কে কিছু উগ্রবাদী তাদের গাড়ি আটকে হয়রানি শুরু করে। সবাইকে তখন অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে নির্যাতন করতে চাইলে সেখানকার টহল পুলিশ তাদের উদ্ধার করে বিশালগর থানায় নিয়ে আসে। পরে পুলিশ ভিসা পাসপোর্ট যাচাই-বাছাই করে বৈধ যাত্রী হওয়ায় ৬ বাংলাদেশীকে ছেড়ে দেয় এবং বাকিরা ভারতের নাগরিক হওয়ায় তাদেরও মুক্ত করে। ওই খবরে বাংলাদেশী নাগরিকদের নাম প্রকাশ করা হয়নি।

 


আরো সংবাদ



premium cement