২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির সাথে আদর্শ শিক্ষক ফেডারেশন নেতাদের সাক্ষাৎ

-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ। গত ১৬ সেপ্টেম্বর ফেডারেশনের নেতৃবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এ এস এম আমানুল্লাহর সাথে ধানমন্ডিস্থ তার অফিসে সাক্ষাৎ করেন। আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলীর নেতৃত্বে জেনারেল সেক্রেটারি ও অধ্যাপক এ বি এম ফজলুল করীম ভিসির সাথে সাক্ষাৎ করে বেশ কিছু দাবি- দাওয়া তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল বৈষম্যের শিকার ও চাকরিচ্যুত সব শিক্ষক-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে নির্বাহী আদশে পুনর্বহাল, বকেয়া বেতনভাতা ও অবসর ভাতাসহ সব পাওনা পরিশোধ, যাদের বয়স ৬৫ হয়নি তাদের প্রমশনসহ চাকরিতে বহাল করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে স্নাতক ও স্নাতকোত্তরে ইসলামী শিক্ষা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় চালু করা, নির্ধারিত সময়ে সব ক্লাসের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ এবং পাঠ্যপুস্তকে নৈতিকতা সম্পন্ন, আদর্শিক কবিতা, ছড়া, গল্প ও অন্যান্য বিষয় যুক্ত করা। সাক্ষাতে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক, সাবেক সভাপতি অধ্যাপক মুসা খান, জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মনজুরুল হক, প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি ড. সাখাওয়াত হোসাইন, ইবতেদায়ি মাদরাসা সভাপতি ড. মাওলানা আব্দুস সবুর মাতাব্বুর প্রমুখ।


আরো সংবাদ



premium cement