স্ত্রী অর্পিতার সাথে বিচ্ছেদ ঘোষণা অভিনেতা আরিফিন শুভর
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ আগস্ট ২০২৪, ০৬:২৩
অভিনেতা আরিফিন শুভ স্ত্রী অর্পিতা সমাদ্দারের সাথে তার বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় সমাজমাধ্যমে তিনি তার বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ করেন। তবে বিচ্ছেদ ২০ জুলাই হয়েছে বলে জানা গেছে।
আরিফিন লিখেছেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসা বেই ঠিক আছি। জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’
বিচ্ছেদ হলেও শুভ তার স্ত্রী অর্পিতা সমাদ্দারের কাছে কৃতজ্ঞ বলেও জানিয়েছেন। লিখেছেন, ‘আমার এবং আমার মায়ের জন্য অর্পিতা যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর সুস্থ ভাবে বাঁচতে পারব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা