২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অস্কারে ওপেনহাইমারের জয়জয়কার : সেরা অভিনেতা মারফি, অভিনেত্রী স্টোন

অস্কারে ওপেনহাইমারের জয়জয়কার : সেরা অভিনেতা মারফি, অভিনেত্রী স্টোন - ছবি : সংগৃহীত

ওপেনহাইমারের জয়জয়কারের মধ্য দিয়ে অস্কারের ৯৬তম পর্ব শেষ হলো। সোমবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সাতটি অস্কার পেয়েছে 'ওপেনহাইমার'।

এবছর সেরা ছবির জন্য অস্কার পেল ওপেনহেইমার। পুরস্কার তুলে দেন আল পাচিনো। পুরস্কার গ্রহণ করেন প্রযোজক এমা টমাস। এই অস্কারের হাত ধরেই এবছর সাতটি অস্কার পেল 'ওপেনহাইমার'।

হলিউড অনেক বছর বড় বাজেটের সিনেমা, যেটা বাণিজ্যিকভাবে সফল হয়, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু ২০২৪ অ্যাকাডেমি এওয়ার্ডস যেন পরিচালক ক্রিস্টোফার নোলানের অভিষেকে পরিণত হয়।

তিন ঘণ্টা দীর্ঘ, ভাব-গম্ভীর সিনেমা যেটা পারমাণবিক বোমা নির্মাণের গল্প রুপালি পর্দায় নিয়ে এসেছে, সেই ‘ওপেনহাইমার’ সর্বদিক জয় করেছে– পরিচালনা, প্রযোজনা, অভিনয়, সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, অরিজিনাল স্কোর।

ওপেনহাইমারের সাফল্য যদি প্রত্যাশিত হয়ে থেকে, তাহলে সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে ছিল প্রতিযোগিতা আর অনিশ্চয়তা। অনেকেই আশা করছিলেন লিলি গ্লাডস্টোন অস্কার পাবেন। তিনি হতেন সেরা অভিনয়ের জন্য অস্কার প্রাপ্ত প্রথম আমেরিকান আদিবাসী। কিন্তু পুরষ্কার গেল ‘পুওর থিংগস’ এর এমা স্টোন-এর হাতে।

ক্রিস্টোফার নোলান এবং সেরা অভিনেতা কিরিয়ান মারফি-র জন্য এটাই ছিল তাদের ক্যারিয়ারের প্রথম অস্কার। আর সেরা পার্শ্ব অভিনেতা ৫৮ বছর বয়স্ক রবার্ট ডাওনি জুনিয়রের টাল-মাটাল ক্যারিয়ারে এই অস্কার ছিল একটি অনন্য মুহূর্ত।

অনুষ্ঠান শুরুর আগে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের ফলে ট্রাফিক জ্যাম যেমন সৃষ্টি হয়েছিল, তেমনি চলমান সংঘাতের প্রতি মানুষের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল।


সেরা ফিল্ম অস্কার : ওপেনহাইমার

প্রযোজক : এমা টমাস, চার্লস রোভেন ও ক্রিস্টোফার নোলান।

পরিচালক : ক্রিস্টোফার নোলান।

মুক্তি : জুলাই, ২০২৩।

সেরা অভিনেতা অস্কার : কিলিয়ান মারফি

ফিল্ম : ওপেনহাইমার।

আইরিশ অভিনেতা। জন্ম : ১৯৭৬, ডগলাস, কর্ক, আয়ারল্যান্ড।


সেরা অভিনেত্রী অস্কার : এমা স্টোন

ফিল্ম : পুওর থিংগস।

আমেরিকান অভিনেত্রী ও প্রয়োজক। জন্ম : ১৯৮৮, স্কটসডেল, অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র।

সেরা পরিচালক : ক্রিস্টোফার নোলান

ফিল্ম : ওপেনহাইমার।

দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

সেরা ছবি- ওপেনহাইমার

সেরা অভিনেতা- সিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী- ডা'ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

অ্যাডাপটেড স্ক্রিনপ্লে- আমেরিকান ফিকশন

অরিজিনাল স্ক্রিনপ্লে- অ্যানাটমি অফ আ ফল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা অ্যানিমেটেড শর্টস- ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো

সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)

সেরা ডকুমেন্টরি ফিচার- ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা ডকুমেন্টরি শর্টস- দ্য লাস্ট রিপেয়ার শপ

বেস্ট অরিজিনাল স্কোর- ওপেনহাইমার

বেস্ট অরিজিনাল সং- হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

বেস্ট সাউন্ড- দ্য জোন অফ ইন্টারেস্ট

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং- পুয়োর থিংস

সেরা কস্টিউম- পুয়োর থিংস

সেরা ভিজ্যুয়াল এফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

সেরা ফিল্ম এডিটিং- ওপেনহাইমার।
সূত্র : ভয়েস অব আমেরিকা, হিন্দুস্তান টাইমস এবং অন্যান্য


আরো সংবাদ



premium cement
ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’ বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি সাটুরিয়ায় তেলের পাম্পে আগুন দেশের মানুষ শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি : মুফতি ফয়জুল করিম

সকল