১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

নারীদের পর্দার প্রতি আহ্বান জানিয়ে যা বললেন সাবেক অভিনেত্রী হ্যাপী

- প্রতীকী ছবি

একসময়ের তুমুল আলোচিত অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি এখন আর শোবিজ জগতে নেই। দেশের শ্রদ্ধেয় এক আলেমকে বিয়ে করে বর্তমানে তিনি ইসলামী জীবনযাপন করছেন।

আর আগের জীবনযাপনের চেয়ে ইসলামী জীবনধারা যে অনেক সুন্দর ও সম্মানের, তা তিনি ফেসবুকের বিভিন্ন পোস্টে ভক্তদের সামনে তুলে ধরেন। সম্প্রতি এমনই একটি পোস্ট করেছেন নাজনিন আক্তার আমাতুল্লাহ নাম ধারণ করা সাবেক সেই অভিনেত্রী হ্যাপী।

তার ওই পোস্টে তিনি নারীদেরকে পর্দার প্রতি আহ্বান জানিয়েছেন। লিখেছেন, ‘ফলের দোকানে, কসমেটিকসের দোকানে দেখবেন, স্যাম্পল হিসাবে বা টেস্টার হিসাবে পণ্য খুলে রাখা হয়। আপনি যখন সেটা কেনেন তখন কি সেই স্যাম্পল পণ্যটি নিবেন? নিবেন না। নেয়ার সময় ঠিকই ইনট্যাক্ট বা যেটা খোলা হয়নি সেটাই নিবেন ‘

তিনি আরো লেখেন, ‘একটা কথা খুব প্রচলিত আমাদের ভেতর যে, “যেই ছেলেরা নিজেরা উল্টা পাল্টা তারাও বিয়ের সময় বোরখাওয়ালি খোঁজে”। কেন জানেন? দামি জিনিসটা বোঝার জন্য দ্বীনদারও হওয়া লাগে না। শুধু যেসব বোনেরা পর্দা করাটার মূল্য বোঝেন না, তারাই নিজের দাম কমিয়ে দেন, খোলা পণ্যের মত। অথচ পর্দার ভেতরেই একটা নারীর সম্মান, আত্বমর্যাদাবোধ আর আভিজাত্য।’

নাজনিন আক্তার আমাতুল্লাহ পোস্টটি করেছেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে। সেখানেই অসংখ্য মানুষ তার এই বক্তব্যের প্রশংসা করছেন। আইনুল হক কাসিমী নামের একটি আইডি থেকে তাকে উদ্দেশ করে লেখা হয়েছে- ‘এই বাস্তব সত্য অনুভূতিটা আপনার এজন্য হয়েছে যে, আপনি আগে বেপর্দা ছিলেন, এখন পরদানশীন। দুটো অবস্থারই আপনি চাক্ষুষ সাক্ষী।’


আরো সংবাদ



premium cement