২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারত যাচ্ছে ‘পাঙ্কু জামাই’, দেশে আসছে ‘পাঠান’

ভারত যাচ্ছে ‘পাঙ্কু জামাই’, দেশে আসছে ‘পাঠান’। - ছবি : সংগৃহীত

অবশেষে বাংলাদেশে মুক্তি পেল শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’। ৫২ বছর পর বাংলাদেশে মুক্তি পেল বলিউডের কোনো সিনেমা ছবি। আর ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান ‘পাঙ্কু জামাই’।

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাওয়ায় বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছে ভারতের যশরাজ ফিল্মস।

সামাজিক যোগাযোগ-মাধ্যম টুইটারে যশরাজ ফিল্মস জানায়, ‘১৯৭১ সালের পর এই প্রথম কোনো হিন্দি সিনেমা বাংলাদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পাবে। পাঠানকে এ সুযোগ করে দেয়ার জন্য আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।’

নিয়ম অনুযায়ী, শাকিব খান অভিনীত বাংলাদেশের পাঙ্কু জামাই মুক্তি পাচ্ছে ভারতে। এই সিনেমার বিনিময়েই পাঠান মুক্তি পেয়েছে বাংলাদেশে।

প্রায় ৫২ বছর পর বাংলাদেশ হিন্দি সিনেমা মুক্তি পাওয়ায় খুব তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ হিসেবেই দেখছে বলিউড। ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘কাটি পতঙ্গ’ হলো শেষ হিন্দি সিনেমা, যেটা ঢাকার সিনেমা হলে দেখানো হয়েছিল। শক্তি সামন্তের পরিচালনায় রাজেশ খান্না ও আশা পারেখের ওই সুপারহিট সিনেমা ভারতে মুক্তি পায় ১৯৭১ সালের ২৯ জানুয়ারি। তবে স্বাধীনতার পর বাংলাদেশের সিনেমাকে সুরক্ষা দেয়ার যুক্তিতে বন্ধ করা হয় হিন্দি ছবির আমদানি।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement