বন্যার্তদের সহযোগিতায় পাকিস্তানে অ্যাঞ্জেলিনা জোলি
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ সেপ্টেম্বর ২০২২, ২০:০২, আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১
পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে দেশটিতে এসেছেন জাতিসঙ্ঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের দাদো শহরে পৌঁছান জোলি। পৌঁছার পরই তিনি প্রদেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সেখানকার ক্ষতিগ্রস্ত লোকদের খোঁজখবর নেন।
অভিনেত্রী পাকিস্তানে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের কার্যক্রম পর্যালোচনা করবেন।
জিও টিভি জানায়, এই সফরে অ্যাঞ্জেলিনা জোলি গৃহহীন এবং আফগান উদ্বাস্তুদের সাহায্যকারী স্থানীয় সংস্থাগুলোও পরিদর্শন করবেন। একইসাথে এ সময় তার জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন সম্পর্কে আলোচনা করার কথা রয়েছে।
এর আগেও সাবেক এ বিশ্বসুন্দরী অন্তত দুই বার পাকিস্তান সফর করেছেন। ২০০৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর এবং ২০১০ সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ও পরিস্থিতি পর্যালোচনা করতে পাকিস্তানে এসেছিলেন তিনি।
সূত্র : জিও নিউজ উর্দু
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা