২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতীয় চলচ্চিত্র শিল্পে ৯০ শতাংশ বিদেশী শিল্পীই ‘অবৈধ অভিবাসী’

ভারতীয় চলচ্চিত্র শিল্পে ৯০ শতাংশ বিদেশী শিল্পীই ‘অবৈধ অভিবাসী’ - ছবি : সংগৃহীত

মেকআপ আর্টিস্ট ও চুলের স্টাইলিস্ট থেকে শুরু করে নৃত্যশিল্পী ও তরুণ অভিনেতা-অভিনেত্রী; ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রতিটি অঙ্গনেই ভিনদেশী শিল্পীদের আনাগোনা ক্রমেই বাড়তে দেখা যাচ্ছে। বর্তমানে টেলিকম ও তথ্য প্রযুক্তির মতো সেক্টরের সাধারণ ট্রেন্ড এটি ।

কিন্তু দেশটির চলচ্চিত্র শিল্পী ইউনিয়নের দাবি,সাম্প্রতিক এই ট্রেন্ডের কারণে যোগ্য ভারতীয় নাগরিকরা দেশীয় চলচ্চিত্র শিল্পে কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাও এমন সময়ে যখন মহামারীর দুই বছর পরে বলিউড তার আগের অবস্থানে ফেরার জন্য লড়াই করছে।

দেশটির চলচ্চিত্র শিল্পী ইউনিয়নের তথ্য অনুসারে, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত প্রায় ৯০ শতাংশ বিদেশীদের বৈধ ওয়ার্ক পারমিট নেই। তবে দেশটির পুলিশ সাধারণত এ বিষয়ে কোনো ভূমিকা রাখে না।

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি অসংখ্য আঞ্চলিক ভাষার সিনেমা ব্যবসা নিয়ে গঠিত। বাংলার টলিউড থেকে তামিলনাড়ুর কলিউড পর্যন্ত, এই শিল্পে অনেক মানুষ জড়িত। ভারতীয় চলচ্চিত্র শিল্প বছরে দুই দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার আয় করে।

একজন ইউনিয়ন সদস্য একটি ভারতীয় মিডিয়া আউটলেটকে বলেছেন,‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে একটি বড় সমস্যার সম্মুখীন। এখানে ভারতীয় কর্মীদের বিদেশী কর্মীরা পরিবর্তে কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘এই বিদেশীদের অনেকেই ভিসার নিয়ম লঙ্ঘন করে ভারতে অবৈধভাবে কাজ করছেন।’

বলিউডও একটি খারাপ সময় পার করছে। ২০২২ সালে এ পর্যন্ত মুক্তি পাওয়া ২০টি বড় বাজেটের ছবির মধ্যে ১৫টি বক্স অফিসে বাজেভাবে ব্যর্থ হয়েছে। যার মধ্যে রয়েছে-কঙ্গনা রানাউতের ধাকদ, অক্ষয় কুমারের রক্ষাবন্ধন এবং আমির খান অভিনীত লাল সিং চাড্ডা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement