২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুক্তি পেল ‘অপারেশন সুন্দরবন’-এর প্রথম গান

মুক্তি পেল ‘অপারেশন সুন্দরবন’-এর প্রথম গান - ছবি : নয়া দিগন্ত

আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এর মুক্তি সামনে রেখে প্রচার শুরু করেছে ‘অপারেশন সুন্দরবন’ টিম। এর অংশ হিসেবে গত শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম গান ‘এ মন ভিজে যায়’। এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।

শনিবার সন্ধ্যা ৭টায় ‘অপারেশন সুন্দরবন’-এর ফেসবুক পেজ থেকে ছবির কলাকুশলীরা লাইভে এসে নতুন গানটি প্রকাশ করেন। গোধূলি শর্মার লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। সুর ও সংগীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী, সঙ্গীতায়োজনে ছিলেন বব এস এন ও ইমন চৌধুরী।

র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’ পরিচালনা করেছেন দীপংকর দীপন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল ছবির টিজার। চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পায় ট্রেলার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ আহমেদ, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, তাসকিন রহমানসহ র‌্যাবের বেশ কয়েকজন সদস্য।

‘অপারেশন সুন্দরবনে’ সুন্দরবনে র‌্যাবের বিভিন্ন অভিযানের ছবি উঠে আসবে। সেই সাথে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যও তুলে ধরার চেষ্টা করা হয়। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে এক সময় দস্যুদের অবাধ বিচরণ ছিল। স্থানীয় মানুষ জীবিকা নির্বাহে ব্যাপকভাবে সুন্দরবনের ওপর নির্ভরশীল। কিন্তু দস্যুদের ভয়ে তারা মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। সুন্দরবন এখন দস্যুমুক্ত। র‌্যাবের দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’।


আরো সংবাদ



premium cement