২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রদর্শন বেড়েছে : বলিউডেও প্রশংসিত অনন্তের ছবি

যমুনা ব্লকবাস্টারে ভক্তদের ভীড়ে সুপারস্টার অনন্ত জলিল। - ছবি : নয়া দিগন্ত

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তিন সিনেমার মধ্যে প্রথম সপ্তাহেই বাজিমাত করেছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ ছবিটি। দেশের গন্ডি পেরিয়ে ইতোমধ্যে ছবিটি বলিউড ইন্ড্রাস্ট্রিতে প্রশংসিত হয়েছে। সে সাথে বলিউড কুশলীদের ইনস্টাগ্রাম পোষ্টে এটি বাংলাদেশের সর্বোচ্চে বাজেটের ছবি হিসেবে জায়গা করে নিয়েছে। শুরুর দিন থেকেই দেশের ১১৫টি পর্দায় প্রদর্শিত হয়ে আসা ছবিটি হলে প্রতিদিনই থাকছে হাউজফুল। যার কারণে দর্শকদের চাপে ইতোমধ্যে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এর প্রদর্শনী সংখ্যা বাড়িয়েছেন। শনিবার যমুনা ব্লকবাস্টারে ভারতীয় নাগরিকদের একটি দল ছবিটি দেখতে আসেন। ছবি দেখার পর তারা বেশ প্রশংসা করেন।

এ যাবত কালের সবচাইতে বড়ো বাজেটের এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল এবং চিত্রনায়িকা বর্ষা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ছবিটির প্রচারণায় অনন্ত বর্ষা যেখানেই যাচ্ছেন ভক্তদের ভালোবসায় শিক্ত হচ্ছেন তারা। অনন্ত বর্ষার এমন প্রচেষ্টা কতিপয় চলচ্চিত্র কর্মীরা প্রশংসার বদলে তাদের নিয়ে সমালোচনায় মেতেছেন। তবে চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন অনন্তের এমন প্রচেষ্টা চলচ্চিত্রে আশার আলো দেখিয়েছে।

হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন নেতা জানান, শুরু থেকে এখন পর্যন্ত ছবিটি দর্শক প্রিয়তার শীর্ষে রয়েছে। ছবিটির প্রতিটি শো হাউজফুল থাকছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, অনন্ত খুব পরিশ্রম করছে। চলচিত্র শিল্প ঘুরে দাড়াতে তার পরিশ্রম অবশ্যই বড়ো অবদান রাখবে।

অন্যদিকে সিনেমার প্রচারে হলে হলে গিয়ে অনন্ত জলিলের প্রচেষ্টা চলচ্চিত্রের জন্য ইতিবাচক মন্তব্য করে লেখক ও চলচ্চিত্র সমালোচক অনুপম হায়াত নয়া দিগন্তকে বলেন, এক সময় ছিলো যখন দেয়ালে পোষ্টার দেখে মানুষ সিনেমা দেখতো। নতুন সিনেমা মুক্তির পর বিজ্ঞাপন প্রচার হতো। এগুলো দেখে, শুনে দর্শক হলে যেতো। কিন্তু এখন যুগের পরিবর্তনে সব বদলেছে। তাই সিনেমার প্রচারনার ধরণও বদলেছে। তিনি বলেন, অনন্ত পরিশ্রমি একজন মানুষ। দর্শক ফেরাতে হলে হলে গিয়ে ছবির এমন প্রচারণা অবশ্যই প্রশংসনীয়। তাতে একদিন চলচ্চিত্র শিল্পে সুদিন ফিরবে।

অন্যদিকে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো মধ্যে দর্শক প্রিয়তার এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পরাণ ছবিটি। তরুণ পরিচালক রায়হান রাফীর পরিচালনায় এই ছবিটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম এবং ইয়াশ রোহান। হল কর্তৃপক্ষ জানান, মুক্তির পর ছবিটিতে দর্শক কম হলেও এখন প্রতিটি শোতে দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো। যার কারণে এরই মধ্যে যমুনা বøকবাস্টার সিনেমাসেও ছবির দুটি প্রদর্শনী বাড়ানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
সম্পদের হিসাব জমা দিতে সময় পাচ্ছেন সরকারি কর্মচারীরা ঢালাও মামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কী পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে নিহত ৮২ হেফাজত নেতাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক সোমবার ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট, ফেরি চলাচল ব্যাহত সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি দ্বিতীয় দিনের মতো বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ মা‌টিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত

সকল