২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বঙ্গবন্ধুর বায়োপিক : ট্রেলারেই হতাশার চাপে শ্যাম বেনেগাল

বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ। - ছবি : সংগৃহীত

‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে আলোচনা-সমালোচনা চলছ। ১ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওটি নিয়ে হতাশা ছড়ালেও পরিচালক শ্যাম বেনেগাল ও কলাকুশলীরা অবশ্য জিইয়ে রাখছেন আশা।

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের অংশ হিসেবে ভারতীয় প্যাভিলিয়নে গত ১৯ মে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এর ট্রেলার প্রকাশিত হয়। তারপর থেকেই ভিডিওতে ব্যবহৃত ভিজ্যুয়াল এফেক্টস, মেকআপ-গেটআপ ইত্যাদি নিয়ে সমালোচনার ঝড় বইছে। দক্ষিণ ফরাসি উপকূলের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও চলছে আলোচনা-সমালোচন।

১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দেয়ার সময় বঙ্গবন্ধুর চোখে চশমা ছিল না। কিন্তু ট্রেলারে ৫৯ সেকেন্ডে দেখা যায় তার চরিত্রে রূপদানকারী অভিনয়শিল্পী চোখে চশমা রেখেই সেই ভাষণ দিচ্ছে। ট্রেলারের ১ মিনিট ৫ সেকেন্ডে যে পতাকা দেখা যায় তা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছিল না। ১ মিনিট ১৪ সেকেন্ডে যুদ্ধবিমানের যে ভিজ্যুয়াল এফেক্টস তার মান নিয়ে হাসাহাসি করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উল্লেখযোগ্য একটা অংশ। এছাড়া ১ মিনিট ৩০ সেকেন্ডে বঙ্গবন্ধু চরিত্রের মুখে ‘বাংলাদেশ-ভারত ভাই ভাই’ সংলাপ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সব মিলিয়ে যে প্রশ্নটা বড় হয়ে উঠেছে তা হলো- দুই দেশের প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত ছবির ট্রেলার কেন এত নিম্নমানের হবে? ছবিটি নির্মাণে পর্যাপ্ত গবেষণার অভাব স্পষ্ট বলে মন্তব্য অনেকের। এছাড়া গল্পটি ভারতকেন্দ্রিক বলেও আগাম অনুমান অনেকের।

ট্রেলার নিয়ে সমালোচনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ছবিটির পরিচালক শ্যাম বেনেগাল। ট্রেলার নিয়ে এতটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখে বিস্মিত তিনি। ভারতের দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, ‘বাংলাদেশের দর্শকরা কেন হতাশ কিছুতেই বুঝতে পারছি না। কানে ট্রেলারটি সুন্দরভাবেই পরিবেশন করা হয়েছে। বাংলাদেশের তথ্যমন্ত্রী ও তাদের রাষ্ট্রদূত ছিলেন অনুষ্ঠানে।’

শ্যাম বেনেগাল আরো বলেছেন, ‘বঙ্গবন্ধু নিজের পরিবারের প্রতি নিবেদিত ছিলেন। ট্রেলারে তাকে সেভাবেই বর্ণনা করা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে তার কথোপকথনের দৃশ্য আছে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানে কারাবন্দী থাকার সময় ছাড়া তিনি পরিবারের সাথেই থেকেছেন। এ কারণেই বুঝতে পারছি না নেতিবাচক প্রতিক্রিয়া কেন দেখাচ্ছে মানুষ।’

দ্য টেলিগ্রাফকে ৮৭ বছর বয়সী ভারতীয় পরিচালক বলেন, ‘ছবিটি এখনো দর্শকরা দেখেনি। ৯০ সেকেন্ডের একটি ট্রেলার দেখে কোনো ছবি নিয়ে মন্তব্য করতে পারে না কেউ।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানও শ্যাম বেনেগালের সাথে একমত। শুধু ট্রেলার দেখে মন্তব্য করতে চান না তিনি। ডয়চে ভেলেকে বাংলাদেশের এই নির্মাতা বলেন, ‘ছবি না দেখা পর্যন্ত কোনো মন্তব্য করবো না। শুধু ট্রেলার দেখে কোনো মন্তব্য করা যায় না। আগে ছবিটি দেখবো, তারপর আলোচনা বা সমালোচনার প্রয়োজন হলে করবো। এখন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ, ছবির কিছু অংশ কেটে ট্রেলার বানানো হয়। এটিকে ছবির বিজ্ঞাপন বলা যেতে পারে। আর এই বিজ্ঞাপন দেখে কোনো মন্তব্য করা যায় না। পুরো ছবি দেখে তারপরেই মন্তব্য করব।’

‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। কানসৈকতে বসে ডয়চে ভেলের কাছে তিনি দাবি করেন, ‘আমি অফিসিয়ালি আপনাকে জানাতে পারি যে, ট্রেলারটি সবাই দেখেছে সেটি কেবলই কান চলচ্চিত্র উৎসবের জন্য ছিল। একটু খেয়াল করলে দেখবেন, ছবিটির মুক্তির সময় পোস্টারে উল্লেখ রয়েছে সেপ্টেম্বর, অর্থাৎ আরো চার মাস পরে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা চার মাস আগে অফিসিয়াল ট্রেলার প্রকাশ করবো না। যেহেতু কান চলচ্চিত্র উৎসবের মতো বৈশ্বিক একটি আয়োজনে অংশগ্রহণের সুযোগ এসেছে, তাই ট্রেলারটি খুব অল্প সময়ে তৈরি করতে হয়েছে। কারণ, দর্শককে বুঝতে হবে এখন কিন্তু ছবিটি পোস্ট প্রোডাকশনে আছে। এডিটিং প্যানেলের কর্মযজ্ঞ চলছে রাত-দিন। এর মাঝে ট্রেলারটি নিয়ে আমরা কানে অংশগ্রহণ করেছি মাত্র।’

বঙ্গবন্ধুর অসামান্য কর্মময় জীবন, সংগ্রাম ও দর্শনকে বিশ্বের কাছে তুলে ধরতে কান উৎসবের বৈশ্বিক মঞ্চ ব্যবহার করতে চেয়েছেন সংশ্লিষ্টরা। আরিফিন শুভ যোগ করলেন, ‘মাত্র ১৩ দিনের মধ্যে কান উৎসবে ট্রেলার উন্মোচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমার কথা যদি জানতে চান, ভিসা পাওয়ার পর মাত্র চার ঘণ্টা সময় পেয়েছি বিমানে ওঠার। আমাদের লক্ষ্য ছিল কান উৎসবের মাধ্যমে বঙ্গবন্ধুকে সারাবিশ্বে ফিল্ম প্রফেশনালদের সামনে তুলে ধরা, ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল তা-ও সবার সামনে তুলে ধরা।’

আরিফিন শুভ আশ্বস্ত করেছেন, ‘মুক্তির এক-দুই মাস আগে অন্যান্য ছবির ট্রেলার যেভাবে প্রকাশিত হয়, সেভাবেই ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এর একটি অফিসিয়াল ট্রেলার আসবে। হয়ত মুক্তির মাসখানেক আগে সেটি দেখাতে পারবো বলে আশা করছি। তখন অনেকের অনেক দুর্ভাবনা দূর হয়ে যাবে।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের পরিণত বয়সের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তিনি ট্রেলারের যেসব দিক নিয়ে সমালোচনা হচ্ছে সেগুলো নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এর কারণ হিসেবে ডয়চে ভেলেকে এই অভিনেত্রী বলেন, ‘মেকআপ, ভিএফএক্স কিংবা কারিগরি দিকগুলো আমার ডিপার্টমেন্ট না। এর উত্তর পরিচালক ও তার কারিগরি টিম দিতে পারবেন। আমি শুধু আমার অভিনয় নিয়ে বলতে পারি। ছবিটিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে শতভাগ দেয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শক দেখবে, তাহলেই হবে।’

এদিকে ট্রেলার নিয়ে তুমুল সমালোচনা হলেও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মনে করেন ট্রেলারটি চমৎকার হয়েছে। কানসৈকতে বসে তিনি ডয়চে ভেলেকে বলেছেন, ‘খুব কম সময়ে মানুষকে আকৃষ্ট করার মতো রসদ আছে এতে। ছবিটি প্রজন্মের পর প্রজন্মে ডকুমেন্টারি হয়ে থাকবে, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একইসাথে ছবিটি পৃথিবীর সমস্ত মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে।’

তথ্যমন্ত্রীর দৃষ্টিতে, ‘বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও মানুষের জন্য ভালোবাসা উঠে এসেছে ছবিটিতে। এর মাধ্যমে একইসাথে বঙ্গবন্ধুর নেতৃত্বে এগিয়ে চলা একটি সংগ্রামী জাতির ইতিহাস জানা যাবে।’

বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের কাছে বিশাল এক আবেগের নাম। তার ভূমিকায় অভিনয়ের প্রস্তুতি কীভাবে নিয়েছেন আরিফিন শুভ? ডয়চে ভেলেকে তিনি জানান, ‘আমাদের ওয়ার্কশপ হয়েছে। বিশেষ করে আমার জন্য কয়েকজন মানুষকে নিয়ে একটা প্যানেল তৈরি করা হয়েছিল, যারা বঙ্গবন্ধু এবং তার পারিবারিক ও রাজনৈতিক জীবন খুব ভালো করে জানেন। মোটা দাগে বললে তাকে নিয়ে যেসব বই আগে প্রকাশিত হয়েছে সেসব এবং অসমাপ্ত আত্মজীবনী পড়ে একটা আইডিয়া পেয়েছি। এছাড়া তাকে নিয়ে অনেক কিছু শুনেছি। ওই যে বললাম, একটা প্যানেল তৈরি করা হয়েছিল যারা আমাকে বিস্তরভাবে তার জীবন ব্যাখ্যা করেছেন। আরেকটি হচ্ছে, আর্কাইভে তার ফুটেজ দেখেছি। এই তিনভাবে মূলত প্রস্তুতিটা ছিল আমার।’

বিয়ের পর থেকে রাজনৈতিক জীবনে চড়াই-উতরাই পেরোতে হয়েছে বঙ্গবন্ধুকে। দীর্ঘ সংগ্রামমুখর রাজনৈতিক জীবনে বহুবার কারাবাস করেছেন তিনি। তার কারাবাসের সময়ে নানা প্রতিকূলতার মাঝে সংসার চালাতে হয়েছে শেখ ফজিলাতুন্নেসাকে। সাদামাটা এক পরিবারের গৃহিণী থেকে রাষ্ট্রনায়কের স্ত্রী পর্যন্ত উত্তরণের এই পথ-পরিক্রমা মোটেই সহজ ছিল না। এমন এক নারীর চরিত্রে অভিনয়ের প্রস্তুতির কথা জানাতে গিয়ে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের অনেক কিছু জানা আছে। আমরা বিভিন্ন অডিও-ভিডিওর মাধ্যমে জানতে পারি। তার সম্পর্কে অনেক তথ্য সোশ্যাল মিডিয়াতেও আছে। তার সম্পর্কে জানা অনেক সহজ। কিন্তু শেখ ফজিলাতুন্নেসা সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা। তাই তার সম্পর্কে জানতে আমাকে অনেক বই পড়তে হয়েছে, পত্র-পত্রিকা ঘাঁটাঘাঁটি করতে হয়েছে। আর্কাইভে তাকে নিয়ে অনেক তথ্য আছে, সেগুলো গবেষণা করতে হয়েছে। যেহেতু তার কোনো ভিডিও আমাদের কাছে নেই এবং সবচেয়ে বড় সহায়ক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তাদের সাথে আমরা একটি সেশনে বসার সুযোগ পেয়েছি। তখন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তাদের পরিবার, বঙ্গবন্ধু এবং বিশেষ করে ফজিলাতুন্নেসা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এগুলো আমাদের অনেক সাহায্য করেছে।’

ট্রেলার নিয়ে সমালোচনা হলেও ছবিটির কিছু ভালো দিক নিয়ে কথা বলেছেন তিশা ও আরিফিন শুভ। তিশা বলেন, ‘ছবিটির সবচেয়ে মজবুত দিক আমি বলবো, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে সবাই সবকিছু জানেন। কিন্তু তার ব্যক্তিগত ও সংসার জীবন সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। ছবিটিতে বঙ্গবন্ধু এবং ফজিলাতুন্নেসার সংসার জীবনের অনেক স্তর ফুটে উঠবে। বলা যায়, অজানা অনেক কিছুই মানুষ জানতে পারবে।’

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘শিল্পী হিসেবে বলবো না, ব্যক্তিগতভাবে আমার কাছে এই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশীসহ পৃথিবীর বাঙালিরা জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক দিকটা মূলত জানেন, তা-ও বিস্তর জানা নেই তাদের। ছবিটিতে তার রাজনৈতিক পরিভ্রমণের বিস্তর ব্যাখ্যা আছে। তার কৈশোর থেকে শুরু করে রাজনীতিতে আসার ভিত্তি কী ছিল তা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবী তথা বাংলাদেশীরা টুঙ্গিপাড়ার একটি কিশোরের জার্নিটা দেখতে পারবেন, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তার রাজনৈতিক দিকটা তো আমরা অনেকটাই জানি। কিন্তু এর ভিত্তি সম্পর্কে আমরা ততটা জানি না। তাই এটি আমার কাছে এজন্য অনেক বেশি আকর্ষণীয়, মূল্যবান ও স্পেশাল। এখানে শুধু একজন রাজনৈতিক নেতাকে আমরা দেখবো না; পাশাপাশি একজন বাবা, একজন স্বামী, একজন ভাই, একজন সহকর্মী, একজন রাজনীতিবিদ, খুবই সাধারণ একজন বাঙালি পরিবারের মানুষকে দেখবো। এসব দিক পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না। যারা জানেন তারা হয়ত গবেষণা করেন। সাধারণ মানুষ কিন্তু জানে না। আমার মনে হয় সাধারণ মানুষের বোধহয় তার রাষ্ট্রনায়ক হওয়ার ভিত্তিটা জানা দরকার।

‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবিতে শেখ হাসিনার তারুণ্যকে ফুটিয়ে তুলেছেন নুসরাত ফারিয়া এবং কিশোরী শেখ হাসিনার ভূমিকায় আছেন ওয়ানিয়া জারিন আনভিতা। শেখ ফজিলাতুন্নেসার (রেনু) কম বয়সী চরিত্রে দেখা যাবে প্রার্থনা দীঘিকে। শেখ রেহানার ভিন্ন দুটি বয়সের চরিত্রে থাকছেন সাবিলা নূর ও সামন্ত রহমান। এছাড়া চঞ্চল চৌধুরী ও খায়রুল আলম সবুজ (বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান), দিলারা জামান ও সঙ্গীতা চৌধুরী (বঙ্গবন্ধুর মা সাহেরা খাতুন), শরীফ সিরাজ (শেখ জামাল) এবং নাজিবা বাশারকেও (সুলতানা কামাল খুকী) দেখা যাবে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ভূমিকায়।

এছাড়া জাতীয় চার নেতার চরিত্রে অভিনয় করেছেন দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), রিয়াজ (তাজউদ্দীন আহমদ), সমু চৌধুরী (কামারুজ্জামান) ও খলিলুর রহমান কাদেরি (মনসুর আলী)। আরো কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রূপদান করেছেন রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শামসুল হক), শহীদুল আলম সাচ্চু (এ.কে. ফজলুল হক), গাজী রাকায়েত (আবদুল হামিদ), সাব্বির হোসেন (তোফায়েল আহমেদ), তুষার খান (তফাজ্জল হোসেন মানিক মিয়া), খন্দকার হাফিজ (মেজর জেনারেল ওসমানী), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), জায়েদ খান (জেনারেল টিক্কা খান), ফজলুর রহমান বাবু (খন্দকার মোশতাক আহমেদ) ও এলিনা শাম্মী (খালেদা জিয়া)। আরো কিছু চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রোকেয়া প্রাচী, আবুল কালাম আজাদ, আশিউল ইসলাম, হাসান দ্বীপ ও সুদীপ সারাঙ্গীকে।

‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবিতে শুধু বাংলাদেশের অভিনয়শিল্পীদের নেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে টেলিগ্রাফকে শ্যাম বেনেগাল বলেছেন, ‘পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষের চেয়ে বাংলাদেশের মানুষদের উচ্চারণ কিছু শব্দের ক্ষেত্রে একটু আলাদা। নিজেদের বাংলা ভাষা নিয়ে তারা ধন্য। এজন্য শুধু বাংলাদেশের অভিনয়শিল্পীদের নিয়েছি, যাতে তারা নিজেদের বঙ্গবন্ধুর কাছের ভাবতে পারে।’

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল