২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রোজিনার স্থলাভিষিক্ত রিয়াজ

.রোজিনার স্থলাভিষিক্ত রিয়াজ - ছবি : সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন রিয়াজ। কিন্তু শেষ হাসি হাসতে পারেননি তিনি।

এদিকে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন রোজিনা। পরে গেল ১০ ফেব্রুয়ারি সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন এ অভিনেত্রী। এতদিন ঝুলে থাকার পর অবশেষে শনিবার (২৬ মার্চ) কমিটির মিটিংয়ে তার পদত্যাগপত্র গৃহীত হয়।

রোজিনার পদত্যাগের পর ভাগ্য খুলেছে রিয়াজের। তিনি রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

তিনি বলেন, `মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১১ জন উপস্থিত ছিলাম আমরা। সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। একই মিটিংয়ে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই পদে রিয়াজ ভাইকে নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, `রিয়াজ ভাইয়ের সম্মতিক্রমেই তাকে কমিটিতে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে এ ব্যাপারে তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি কমিটিতে থাকার সম্মতির কথা জানিয়েছিলেন।'

কমিটির সদস্য হওয়া প্রসঙ্গে রিয়াজ বলেন, `দেখুন, কমিটিতে না থাকলেও শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে চলচ্চিত্রের উন্নয়নে বিগত দিনেও কাজ করেছি, এখনও করতে চাই। তবে কমিটিতে থেকে আরও ভালোভাবে কাজ করা যায়।'

জানা গেছে, আগামী ৬ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পরবর্তী মিটিংয়ে রিয়াজের শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল