২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জিয়ার স্মৃতিচারণে সুমধুর কন্ঠে অস্ট্রেলিয়ান সঙ্গীতশিল্পী নিকি আরের গান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণে সুমধুর কন্ঠে অস্ট্রেলিয়ান সঙ্গীতশিল্পী নিকি আরের গান - ছবি : সংগ্রহ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণে, ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পী নিকি আর একটি আবেগাপ্লুত গান পরিবেশন করেছেন। নিক্কি আর তার গানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন এবং বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের যে কৃতিত্ব তা অত্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরেন।

এই বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, নিকি আরের গান অত্যন্ত আবেগ ঘনীভূত, যা কিনা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বার বার নাড়া দিয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন অন্যায়, অত্যাচার, নির্যাতনে নিপীড়িত অসহায় বাংলাদেশের মানুষের মুক্তির কাণ্ডারি। তিনি তার বলিষ্ঠ নেত্রিত্তের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড় করিয়ে নিজেদের স্বাবলম্বী করে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছিলেন। তার আদর্শে কোটি কোটি মানুষ একটি স্বাবলম্বী জাতীতে পরিণত হয়েছিল। আজকে বাংলাদেশের এই চরম দুঃসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা তাই তো সবার বার বার মনে পরে। তার আদর্শ বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশের মুক্তিগামি মানুষ তাদের মুক্তির পথ খুঁজে পাবেন।

সর্বশেষ ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বেগম খালেদা জিয়ার মুক্তি চান এবং উনার শারীরিক সুস্থতা কামনা করেন। কায়াস মাহমুদ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। তিনি বলেন, আমরা আশা করি অতিশিগগিরই দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন এবং উন্নত চিকিৎসা নিতে পারবেন।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল