অর্থ আত্মসাত, গ্রেফতার হতে পারেন সোনাক্ষী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ মার্চ ২০২২, ২১:৫৬, আপডেট: ০৬ মার্চ ২০২২, ২১:৫৯
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। তিন বছর আগে করা অর্থ আত্মসাতের এক মামলার সূত্র ধরে এই পরোয়ানা জারি হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩৭ লাখ রুপি নিয়েও তাতে যোগ দেননি অভিনেত্রী। টাকা ফেরত চেয়ে বারবার অভিনেত্রীকে তাগাদা দিয়েও লাভ হয়নি।
অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ৩৭ লাখ রুপি নিয়েও তাতে যোগ দেননি সোনাক্ষী সিনহা।
২০১৯ সালের জানুয়ারিতে এই মর্মে সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন সেই অনুষ্ঠানের আয়োজক প্রমোদ শর্মা। মোরাদাবাদের কাটঘর এলাকার বাসিন্দা প্রমোদের দাবি, মোরাদাবাদে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ‘দাবাং’ নায়িকার। চাহিদামাফিক পুরো অর্থ নিলেও সেদিনের অনুষ্ঠানে হাজির হননি শত্রুঘ্নকন্যা।
মামলার প্রয়োজনে যোগাযোগ করেও পুলিশ তার হদিস পায়নি।
এই মামলা দায়েরের পরে একবার মোরাদাবাদ থানায় গিয়ে নিজের বয়ান রেকর্ড করিয়েছিলেন সোনাক্ষী। এর পর থেকেই তিনি টানা অনুপস্থিত। মামলার প্রয়োজনে যোগাযোগ করেও পুলিশ তার হদিস পায়নি। তাই এবার জামিন-অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সোনাক্ষীর বিরুদ্ধে। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ‘লুটেরা’ অভিনেত্রী। তবে এ বিষয়ে সোনাক্ষী সিনহার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা