ইউক্রেনে আগ্রাসনে রাশিয়ায় স্থগিত হলিউডের সিনেমা মুক্তি
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ মার্চ ২০২২, ১৫:৪১
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ায় সিনেমা মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন সিনেমা শিল্প হলিউডের বিভিন্ন সিনেমা তৈরিকারী কোম্পানি।
সোমবার রাতে হলিউডের সিনেমা তৈরিকারী কোম্পানি ওয়ার্নার ব্রাদারস, ওয়াল্ট ডিজনি কোম্পানি ও সনি পিকচার্স তাদের নির্মিত সিনেমা রাশিয়ায় মুক্তি স্থগিতের ঘোষণা দেয়।
ডিজনি এক বিবৃতিতে বলে, ‘ইউক্রেনে উসকানিহীন আগ্রাসন ও বিষাদময় মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে পিক্সার থেকে আসন্ন ‘টার্নিং রেড’সহ রাশিয়ায় আমরা সবধরনের সিনেমা মুক্তি স্থগিত করছি।’
অপরদিকে ওয়ার্নার ব্রাদারস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইউক্রেনে মানবিক সংকটের আলোকে, ওয়ার্নার মিডিয়া রাশিয়ায় ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার মুক্তি স্থগিত করেছে। পরিস্থিতির পরিবর্তন আমরা অব্যাহতভাবে তদারকি করবো। এই দুর্ঘটনার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান আমরা কামনা করছি।’
এদিকে সনি পিকচার্সও জানায়, তারা তাদের আসন্ন ‘মরিবিয়াস’ সিনেমাসহ রাশিয়ায় সবধরনের সিনেমা মুক্তি স্থগিত করছে।
এর আগে রোববার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে রুশ সিনেমা শিল্প বয়কটের আহ্বান জানায় ইউক্রেনীয় ফিল্ম একাডেমি।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ আগ্রাসনে দেশটিতে রোববার পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা