২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শেষ ইনস্টাগ্রাম পোস্টে কী লিখেছিলেন বাপ্পী

শেষ ইনস্টাগ্রাম পোস্টে কী লিখেছিলেন বাপ্পী - ছবি : সংগৃহীত

মৃত্যুর ঠিক দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী। সে পোস্টে সাদা-কালো একটি ছবি যুক্ত করেছিলেন এই শিল্পী, যাতে তাকে সানগ্লাস ও সোনার চেইন পরা অবস্থায় দেখা যায়।

ভারতের মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মঙ্গলবার রাতে মৃত্যু হয় বিখ্যাত শিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ীর।

মৃত্যুর আগে এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এ শিল্পী। হাসপাতালে তার বেশকিছু রোগের চিকিৎসা চলছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)।

ক্রিটিকেয়ারের পরিচালক ডা. দীপক নামযোশী পিটিআইকে বলেন, ‘এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন লাহিড়ী, যাকে সোমবার ছাড়পত্র দেয়া হয়েছিল, তবে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবারের পক্ষ থেকে বাসায় ডাক্তার ডাকা হয়। পরে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।’

‘তার বেশকিছু শারীরিক জটিলতা ছিল। মধ্যরাতের কিছু আগে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় (ওএসএ) তার মৃত্যু হয়।’

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, মৃত্যুর ঠিক দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী। সে পোস্টে সাদা-কালো একটি ছবি যুক্ত করেছিলেন এ শিল্পী, যাতে তাকে সানগ্লাস ও সোনার চেইন পরা অবস্থায় দেখা যায়।

পোস্টের ক্যাপশনে বাপ্পী লাহিড়ী লিখেছিলেন, ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড (অতীত সব সময়ই সোনালি)।’


আরো সংবাদ



premium cement