১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

পরীমনির সহযোগী জিমি আটক

- ছবি- সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির অন্যতম সহযোগী ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলশানের একটি শুটিং স্পট থেকে জিমিকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে।

ডিবি গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, জিমিকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে পরীমনির সাথে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।

জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার সময় সফর সঙ্গী ছিলেন কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমি। তখন পরীমনির বনানীর বাসায় সংবাদ সম্মেলনের সময়ও জিমিকে উপস্থিত থাকতে দেখা যায়।

এদিকে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে পরীমনির কথিত মা ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। তাকে আটকের পর ডিবি কার্যালয়ে নেয়া হয়। অবশ্য পরে তাকে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।


আরো সংবাদ



premium cement